ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - পিরোজপুরে মৃত ব্যক্তির চিকিৎসাপত্রে রোগীর চিকিৎসা! গুরুতর অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেলে প্রেরণ

পিরোজপুরে মৃত ব্যক্তির চিকিৎসাপত্রে রোগীর চিকিৎসা! গুরুতর অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেলে প্রেরণ

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুর সদর হাসপাতালে মৃত রোগীর চিকিৎসাপত্র দিয়ে নেওয়াজ নামে এক যুবকে চিকিৎসা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে নেওয়াজ কে গুরুর অসুস্থ অবস্থায় পিরোজপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হাসপাতালের কর্তব্যরত নার্সদের সাথে রোগীর আত্ময়ীদের বাক-বিতন্ডার ঘটনা ঘটেছে।

বুধবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান, পিরোজপুর সদর থানার ওসি মো: মাসুমুর রহমান বিশ্বাস। অসুস্থ রোগী নেওয়াজ (২৩) সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের আব্দুস সালামের পুত্র।
নেওয়াজের পিতা আব্দুস সালাম জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে জ্বর ও মাথা ব্যাথার নিয়ে নেওয়াজকে পিরোজপুরে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় পুরুষ ওয়ার্ডে নেওয়াজকে কোন বেড না দিতে পারায় তাকে ফ্লোরে একটি সিট দেওয়া হয়। পরে বুধবার বিকেলে পুরুষ ওয়ার্ডের ৩ নম্বর বেডে নেওয়াজ কে নেয়া হয়। এরপর হাসপাতালের নার্স তাকে একটি ইনজেকশন দিয়ে যায়। এতে নেওয়াজ আরো অসুস্থ হয়ে পরে। রাতে নেওয়াজকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে নেয়ার জন্য তার চিকিৎসাপত্র নার্সদের কাছে চাওয়া হলে দেখা যায় নেওয়াজের ফাইলে নিখিল রঞ্জন নামের এক ব্যক্তির চিকিৎসাপত্র রাখা আছে যিনি বুধবার দুপুরে মারা গেছে। এরপর থেকেই তারা বুঝতে পারে ঐ মৃত ব্যাক্তির চিকিৎসাপত্র দিয়েই নেওয়াজের চিকিৎসা দেয়া হয়েছে। এ বিষয়ে হাসপাতালের আরএমওর কাছে গেলেও তিনি তখন হাসপাতালে ছিল না আর নার্সরাও স্বজনদের সাথে খারাপ ব্যবহার করতে থাকে।
তবে এ বিষয়ে পুরুষ ওয়ার্ডে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স কানন রানী বড়ালের কাছে জানাতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি না হয়ে তার নার্স রুম থেকে চলে যায়। আর দিনের পুরুষ ওয়ার্ডে কোন নার্স দায়িত্বে ছিলেন তাও বলতে পারেনি সদর হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক আবুল কালাম তালুকদার ।

পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ননী গোপাল রায় বলেন, সঠিক চিকিৎসাপত্রেই রোগী নেওয়াজের চিকিৎসা করা হয়ছে। ভুলে রোগী নেওয়াজের ফাইলে একজন মৃত রোগীর চিকিৎসাপত্র ঢুকে যাওয়ার কারণে তার পরিবারের লোকজন বিষয়টি নিয়ে ভুল বুঝছে। মূলত নার্সদের ভুলের কারণেই এ ঘটনা ঘটেছে। আর রোগীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পিরোজপুর সদর থানার ওসি মো: মাসুমুর রহমান বিশ্বাস জানান, রাত ৯ টার দিকে এক রোগীকে মৃত রোগীর প্রিসক্রিপশনের ওষুধ দিয়ে চিকিৎসা দেয়া হয়েছে বলে হাসপাতালের কর্তব্যরত নার্সদের সাথে রোগীর আত্ময়ীদের বাকবিতন্ডার ঘটনা ঘটে। খবর পেয়েই পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...