ব্রেকিং নিউজ
Home - অপরাধ - জমি নিয়ে বিরোধে ভান্ডারিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে একই পরিবারের ৫ জন গুরুতর জখম

জমি নিয়ে বিরোধে ভান্ডারিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে একই পরিবারের ৫ জন গুরুতর জখম

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম এর বাড়ীতে বুধবার একদল দূর্বৃত্ত সশস্ত্র হামলা চালিয়েছে। এসময় ইউপি সদস্য শহিদুল ইসলামকে বাড়ীতে না পেয়ে সন্ত্রাসীরা তার ছোট ভাই ওবায়দুল হাওলাদার, বদরুল হাওলাদার ও তার মা বকুল নেছাকে কুপিয়ে গুরুতর জখম করেছে। আহতদের প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৩৬ জনকে আসামী করে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলার প্রধান আসামী রাজীব হাওলাদারসহ ৪জনকে গ্রেফতার করেছে এবং ঘটনাস্থল থেকে ৭টি মোটরসাইকেল, রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধ এর জের ধরে তার সৎভাই জাহাঙ্গীর হাওলাদার,এবং অপর সৎ ভাই আলম হাওলাদার এর ছেলে রাজীব হাওলাদার এর নেতৃত্বে ৪০/৪৫ জনের একদল ভাড়াটে সন্ত্রাসী তাদের বসতবাড়ীতে অনধিকার প্রবেশ করে রামদা, চাপাতি চাইনিজ কুঠার দিয়ে এলোপাতারি কুপিয়ে তার ভাই ওবায়দুল হাওলাদার, বদরুল হাওলাদার, মা বকুল নেছা আদম আলী হাওলাদার এর ছেলে জহিরুল হাওলাদারকে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় সন্ত্রাসীরা ওই বাড়ীতে নগদ স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন মালামাল লুট করে। এ ঘটনায় ইউপি সদস্য শহিদুল ইসলাম বাদী হয়ে ১৬জনকে চিহ্নিত এবং ২০ জন অজ্ঞাতসহ মোট ৩৬ জনকে আসামী করে ভান্ডারিয়া থানা একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনার প্রধান আসামী রাজীব হাওলাদার, শুভ্রত, সানি সিকদার, শীতল দেওয়ানসহ ৪জনকে গ্রেফতার করেছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...