ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জেলা প্রশাসন ও তথ্য অধিদপ্তরের আলোচনা সভা

পিরোজপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জেলা প্রশাসন ও তথ্য অধিদপ্তরের আলোচনা সভা

পিরোজপুর প্রতিনিধি >
সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী জনমত গঠনের লক্ষ্যে পিরোজপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সরকারি কর্মকর্তাবৃন্দ, জন প্রতিনিধি, সাংবাদিক, বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন আইনজীবী মুক্তিযুদ্ধের সংগঠক এম এ মান্নান, অধ্যক্ষ প্রফেসর আব্দুল জলিল আকন, পৌর প্যানেল মেয়র মিনারা মাহাবুব, প্রেস ক্লাব সভাপতি মাহমুদ হোসেন, সাংবাদিক নাসিম আলী, এনজিও প্রতিনিধি জিয়াউল আহসান ও উদ্দীপনের শাকিল আহম্মেদ, শিক্ষার্থী হাসিবুল ইসলাম হাসান, সৌরভ দাস ও প্রিয়তা মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গুলশানের হলিআর্টিজান, কল্যানপুরের জাহাজবাড়ি এবং নারায়ণগঞ্জে সফল অভিযানে জঙ্গিরা অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে। আমাদের জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গঠিত জঙ্গিবিরোধী কমিটি গুলোকে আরও সক্রিয় করে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করে তরুণ প্রজন্মকে দেশ প্রেমে উদ্ভুদ্ধ করতে হবে। ধর্মীয় সঠিক শিক্ষা ও মূল্যবোধ সৃষ্টিতে অভিভাবকদের এবং শিক্ষকদের যথেষ্ট তৎপর হতে হবে। তিনি বলেন আমাদের সরকারের জঙ্গি দমনের কর্মকান্ড আন্তজার্তিক মহলে প্রশংসিত হয়েছে এবং এই কর্মকান্ড আরও বেগবান করে জঙ্গিদের শিকড় বাংলার মাটি থেকে উপড়ে ফেলতে হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...