ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে ছাত্রীদের উত্তক্তের প্রতিবাদ করায় স্টুডেন্ট কেবিনেট ভিপির ওপর হামলা-প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

পিরোজপুরে ছাত্রীদের উত্তক্তের প্রতিবাদ করায় স্টুডেন্ট কেবিনেট ভিপির ওপর হামলা-প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি >
স্কুলের ছাত্রীদের আসা যাওয়ার পথে উত্তক্তের প্রতিবাদ করায় বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট ভিপির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পিরোজপুর – হুলারহাট সড়ক অবরোধ করে মানববন্ধন পালন করেছে হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার সকালে স্কুলে আসার পথে পৌরসভার গাজী বাড়ির মোড়ে স্থানীয় কতিপয় সন্ত্রসী দ্বারা এ হামলার শিকার হলেন হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট ভিপি মো. শাওন শেখ।
স্কুল সূত্রে জানাযায়, গত কয়েকদিন ধরে স্কুলে আসা যাওয়ার পথে ছাত্রীদের উত্তক্ত করত স্থানীয় কতিপয় যুবক। এর প্রতিবাদ করেন স্কুল স্টুডেন্ট কেবিনেট এর ভিপি শাওন। আজ বুধবার সকালে শাওন স্কুলে আসার পথে গাজী বাড়ির মোড়ে শাওনের উপরে হামলা করে স্থানীয় সন্ত্রাসী রোহান,হোসেন,ফরিদ ও শান্ত।
শাওনের ওপর হামলার ঘটনার প্রতিবাদে স্কুলের সহপাঠিরা তাৎক্ষনিক ভাবে পিরোজপুর – হুলারহাট সড়ক অবরোধ করে মানববন্ধন পালন করে। পরে পুলিশের এস আই মাহামুদ ঘটনাস্থলে পৌছে সন্ত্রাসীদের আটকের আশ্বাস দিলে বিক্ষুব্দ শিক্ষর্থীরা অরোধ তুলে নেয়।
হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন জানান, এ ঘটানায় স্কুলের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...