ব্রেকিং নিউজ
Home - উপকূল - প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে পিরোজপুর জেলা বাস শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে পিরোজপুর জেলা বাস শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর বাস মালিক সমিতির সভায় সরকার বিরোধী বক্তব্য দেয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি, চিহ্নিত যুদ্ধাপাধী দেলোয়ার হোসাইন সাঈদীর মুক্তি চাওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। শনিবার বেলা ১১ টায় পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে পিরোজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বাবুল হালদার, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: হান্নান শেখ, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সদস্য হাসান শিকদারসহ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি এবং বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সদস্যরা।
সভায় বক্তারা বলেন, এ বছরের ২৬ এপ্রিল বাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারন সভায় সরকার বিরোধী বক্তব্য দেয়া, জেলা বাস মালিক সমিতির সহ-সভাপতি ও জেলা কৃষক দলের সহ-সভাপতি আব্দুর রহমান মল্লিক প্রধানমন্ত্রীকে কটুক্তি করে কথা বলে। তিনি যুদ্ধাপরাধী ও আজীবন কারাদন্ড প্রাপ্ত দোলাওয়ার হোসেন সাঈদীর মুক্তি চেয়ে ফেসবুকে পোষ্ট দিয়ে সরকারের ভাবমূর্তি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। এমন ব্যাক্তি নিয়ে গড়ে তোলা কমিটি দ্রুত সময়ে বিলুপ্ত ঘোষনা করতে হবে এবং তাকে দ্রুত সময়ে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে বলে মানববন্ধনে বক্তারা দাবী করেন।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...