ব্রেকিং নিউজ
Home - অপরাধ - কাউখালীতে বীর মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

কাউখালীতে বীর মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

কাউখালী প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে বীর মুক্তিযোদ্ধার দখলীয় সম্পত্তি জোর পূর্বক দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে কাউখালী প্রেস ক্লাব সম্মূখ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা , মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও ভূক্তভোগি পরিবারের সদস্যরা অংশ নেন।

এর আগে ভূক্তভোগি পরিবারের সদস্যরা প্রেসক্লাব সভাকক্ষে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধার শ্যালক উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম পলাশ সিকদার ।
তিনি অভিযোগ করেন, রাস্তায় পার্শস্ত জেলা পরিষদের জায়গা তার ভগ্নিপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মীর আফজাল হোসেন পরিবারের দখলে থাকা স্বত্বেও জেলা পরিষদের সদস্য মহিদুল মুন্সী ও তার ভাই ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর মুন্সীর ছেলে রাসেল মুন্সী সম্পূর্ণ বে-আইনীভাবে দখল করার পায়তারা করছে।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম মীর আফজাল হোসেন এর স্ত্রী ফেরদৌস জাহান মাইটি, মুক্তিযোদ্ধার সন্তান শেখ মৌসুমী ইসলাম, মীর জিয়া, নারী নেত্রী মেরিনা আক্তার, আবু তালহা ।
এ ব্যাপারে প্রতিপক্ষ জেলা পরিষদের সদস্য মুহিদুল এ অভিযোগ অস্বীকার করে বলেন,আমরা ওই জায়গায় কখনও যাইনি । এমনকি আমাদের পরিবারের কারো নামে জেলা পরিষদের কোন সম্পত্তি ডিসিআর নাই। বরং তারা উক্ত সম্পত্তি অবৈধভাবে ডিসিআর ছাড়া জায়গা ভোগ দখল করতেছে। পূর্ব শত্রুতার জের ধরে আমাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তারা সাজানো অভিযোগ করছেন।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...