ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরে জেলার শ্রেষ্ঠ ডিজিটাল উদ্যোক্তা হলেন কাউখালীর শারমিন

পিরোজপুরে জেলার শ্রেষ্ঠ ডিজিটাল উদ্যোক্তা হলেন কাউখালীর শারমিন

পিরোজপুর প্রতিনিধি🔴🟢
পিরোজপুর জেলার শ্রেষ্ঠ ডিজিটাল উদ্যোক্তা হলেন কাউখালীর শারমিন আক্তার। ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তিতে ডিজিটাল বাংলাদেশ ই-সেবার ক্যাম্পেইন-২০২১ কার্যক্রমের সমাপণি অনুষ্ঠানে শ্রেষ্ঠ উদ্যোক্তা নির্বাচিত হন শারমিন আক্তার । তিনি জেলার কাউখালী উপজেলার ৩নং কাউখালী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের একজন উদ্যোক্তা ।
বুধবার পিরোজপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জেলার শ্রেষ্ঠ উদ্যোক্তা শারমিন আক্তারকে পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভিনসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলার সেবার উদ্যোক্তা শারমিন আক্তার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশকে বাস্তবে রূপান্তর করতে এটুআই প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো অগ্রনী ভূমিকা রাখছে। ডিজিটাল সেন্টারের মাধ্যমে তৃণমূল জনগণকে ই-সেবা সম্পর্কে অবহিতকরণ এবং ডিজিটাল সেন্টারের সেবা গ্রহণে মাসব্যাপি ‘ই-সেবা ক্যাম্পেইন ২০২১’ পালনের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্যাম্পেইন চলাকালীন কাউখালী ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে ইউনিয়নের যেকোন নাগরিক এ সেবা নিতে পারছে।
তিনি জানান, কম সময়ে, কম খরচে, সহজেই ডিজিটাল প্রযুক্তিরর মাধ্যমে সব ধরণের সেবা দেয়া হচ্ছে তৃণমূলের বাতিঘর ডিজিটাল সেন্টারে। কাউখালী ইউনিয়ন ডিজিটাল সেন্টার নাগরিকদের সবধরনের সেবা প্রদান ও সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ এ কৃতিত্ব। তিনি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও কাউখালী ইউনিয়নের নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। জেলার শ্রেষ্ঠ উদ্যোক্তা নির্বাচিত হওয়ায় সামনের দিনে আরও ভাল সেবা দিবেন বলে তিনি জানান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...