ব্রেকিং নিউজ
Home - উপকূল - দুবলার চরে বিজয় দিবস পালন, শপথ নিল ৫ হাজার জেলে

দুবলার চরে বিজয় দিবস পালন, শপথ নিল ৫ হাজার জেলে


মাহিদুল ইসলাম, শরণখোলা প্রতিনিধি 🔴🟢
৫০ বছরের ইতিহাসে এই প্রথমবার মহান বিজয় দিবস পালিত হয়েছে বঙ্গোপসাগরের জনবিচ্ছিন্ন দীপ দুবলার চরে। অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার দীপ্ত শপথও নিয়েছেন শুঁটকি পল্লীর পাঁচ সহস্রাধিক জেলে-মহাজন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ বাক্য পাঠ করতে আলোরকোলের বালুচরে শামিল হন তারা।

বন বিভাগ ও দুবলা ফিশারমেন গ্রুপের আয়োজনে মহান বিজয় বিদস পালন এবং আকাশ স্যাটেলাইট ডিশ সংযোগের মাধ্যমে বড় পর্দায় শপথ গ্রহণ করেন শুঁটকি পল্লীর পাঁচ সহস্রাধিক জেলে ও তাদের মহাজনরা।

এর আগে দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি মো. কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন দুবলা জেলে পল্লীর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায়, খুলনা সিটি করপোরেশনের কাউন্সিলর সুলতান আহমেদ মিন্টু, ফরেস্টার নজরুল ইসলাম এবং মৎস্য ব্যবসায়ী শেখ আমানত।

দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি মো. কামাল উদ্দিন আহমেদ শুক্রবার দুপুরে মুঠোফোনে জানান, সুন্দরবন বিভাগ ও ফিশারমেন গ্রুপ যৌথভাবে ১৬ ডিসেম্বর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করে। দুবলার আলোরকোলে আকাশ ডিশের মাধ্যমে বড় পর্দা বসানো হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন পাঁচ হাজারেরও বেশি জেলে ও ব্যবসায়ী। ৫০ বছরের মধ্যে এই প্রথমবার দুবলার চরে বিজয় দিবস পালিত হয়েছে বলে জানান কামাল উদ্দিন আহমেদ।

দুবলা জেলেপল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রহ্লাদ চন্দ্র রায় জানান, এই প্রথমবার দুবলার আলোরকোলে উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস পালিত হলো। দিবসকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল আলোরকোলের জেলে-মহাজনদের মধ্যে। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...