ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - ধর্ম ও জীবন - মঠবাড়িয়ায় ৮২ তম বারুণী উৎসব আজ

মঠবাড়িয়ায় ৮২ তম বারুণী উৎসব আজ

মঠবাড়িয়া প্রতিনিধি > মঠবাড়িয়া পৌর শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী হরিগুরু গোপাল চাঁদ সেবাশ্রম ও মন্দিরের আয়োজনে আজ বুধবার দিনব্যাপী হিন্দু ধর্মালম্বী মতুয়া সম্প্রদায়ের ৮২ তম বারুণী উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
মোড়েলগঞ্জের লক্ষ্মীখালী তীর্থ স্থানের ধামকর্তা শ্রী সাগর চাঁদ সাধু ঠাকুর বারুণী উৎসবে প্রধান অতিথি হিসেবে উৎসবের শুভ উদ্বোধন করবেন।
মঠবাড়িয়ার ছোট শিংগা আশ্রমের ধামকর্তা শ্রী সুধন্য চাঁদ সাধু ঠাকুরের সভাপতিত্বে দিনব্যাপী এ বারুণী উৎসবে শুভ অধিবাস, মঙ্গলঘট স্থাপন, মতুয়া দল আগমন, হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা ও মহোৎসব অনুষ্ঠিত হবে। এছাড়া উৎসব প্রাঙ্গন জুড়ে মেলা বসবে।
ঐতিহ্যবাহী ৮২ তম এ বারুণী উৎসবে দেশের প্রত্যন্ত অঞ্চল হতে হিন্দু ধর্মালম্বী মতুয়া সম্প্রদায়ের কয়েক হাজার ভক্তবৃন্দ উৎসবস্থলে সমবেত হবেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...