ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় মন্দিরের জমি ভূয়া নিলাম দেখিয়ে জবর দখল ও বিক্রির অভিযোগ

মঠবাড়িয়ায় মন্দিরের জমি ভূয়া নিলাম দেখিয়ে জবর দখল ও বিক্রির অভিযোগ

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িযার কবুতরখালী গ্রামের শ্্রী শ্্রী রাধা গোবিন্দ জিউর মন্দিরের ১.৬৪(এক দশমিক চৌষট্টি শতাংশ) জমির ভূয়া নিলাম দেখিয়ে বিক্রি ও অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগ উঠেছে । এ ব্যাপারে ওই মন্দিরের সেবায়েত দুলালী রানী আজ মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে মনিন্দরের সেবায়েত দুলালী রানী বলেন, উপজেলার কবুতরখালী গ্রামের সার্বজনীন ওই মন্দির গ্রামে প্রায় সত্তুর বছরের পূরানো । মন্দিরে নিয়মিত পূজা অর্চণাদি,জন্শঅষ্টমী ও বাৎসরিক কীর্তন অনুষ্ঠিত হয়ে আসছে।
স্থানীয় প্রয়াত নারায়ণ চন্দ্র হালদার ও জামিনী কান্ত হালদার গং ১৬৪ শতাংশ জমি মন্দিরের নামে দান করেন। ওই জমি দক্ষিণ সোনাখালী গ্রামের বাসিন্দা সন্তোষ কুমার রায় জীবিত থাকাকালে গোপনে একতরফা নিলাম করে। পরে ওই সম্পত্তি নিলাম দাবী করে তার চার ছেলেকে দানপত্র দলিল প্রদান করেন। সেই দলিল বলে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস হতে নামজারী করে বিক্রি ও দখলের পায়তারা চালায় তারা ।

অভিযোগে আরও বলা হয়, দানপত্র দলিল বলে চার সন্তোষ কুমার এর ছেলে সম্প্রতি ২৬ শতাংশ জমি স্থানীয় তমা রানী হালদার এর কাছে তিন লক্ষ টাকায় বিক্রি কর্।ে এছাড়াও মন্দিরের জমি দাবী করে প্রায়ই তার চার ভাই মিলে হামলা দিলে সন্ধ্যা পূজা,জন্মাষ্টমি,রাধা অষ্টমিসহ ধর্মীয় অনুষ্ঠান ব্যাহত হচ্ছে। এজন্য স্থানীয় শালিশ বৈঠক করেও তারা বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারেনি। তারা সংশ্লিষ্ট পিরোজপুর নকলখানায় তল্লাশী করে নিলামের কোন কাগজ পত্র পাওয়া যায়নি। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানের এ বিরোধ নিষ্পত্তির জন্য সাবেক উপজেলা চেয়ারম্যান শালিস করে জমি মন্দিরের বলে রায় দেন। কিন্তু সন্তোষ কুমার রায়ের ছেলেরা সে শালিস উপেক্ষা করে মন্দিরের সকল সম্পত্তি দখলের চেষ্টা অব্যহত রাখে।
ভূক্তভোগিরা মন্দিরের জমি রক্ষায় উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

এ ব্যাপারে প্রতিপক্ষ সুকুমার রায় মন্দিরের জমি ভূয়া নিলাম করা ও বিক্রির অভিযোগ অস্বীকার করে বলেন-প্রতিপক্ষদের জমি নিয়ে বিরোধ থাকায় আমাদের নামে মিথ্যা অভিযোগ এনে হয়রানী করছে।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...