ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - জনস্বাস্থ্য - মঠবাড়িয়া পৌরসভায় ৫৩ কোটি টাকার সুপেয় পানি সরবরাহ প্রকল্পে নাজুক অবস্থা অনিয়মিত পানি সরবরাহ, পানি ময়লা দুর্গন্ধ

মঠবাড়িয়া পৌরসভায় ৫৩ কোটি টাকার সুপেয় পানি সরবরাহ প্রকল্পে নাজুক অবস্থা অনিয়মিত পানি সরবরাহ, পানি ময়লা দুর্গন্ধ

বিশেষ প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ার প্রথম শেণীর পৌরসভায় পানি সরবরাহ প্রকল্পে পানি সরবরাহ নিয়ে নানা অনিয়ম ও নিম্নমানের অভিযোগ উঠেছে। ৫৩ কোটি টাকা ব্যায়ে পানি সরবরাহ প্রকল্পে পানি সরবরাহ অনিয়মিত পানি সরবরাহ, দুর্গন্ধ ও কর্দমাক্ত পানির কারনে ক্ষোভ প্রকাশ করছেন পৌরবাসি। জনস্বাস্থ্য সুরক্ষা ও জনহিতকর প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে হতাশায় ভুগছেন সংশ্লিষ্ট পৌরসভার উপকারভোগীরা।

সূত্রে জানা গেছে, পৌরবাসির সুপেয় পানির সংকট নিরসনে সি.টি.ই.আই.পি প্রকল্পের আওতায় ৫৩ কোটি ৯ লাখ ৯৫ হাজার ৮৬ টাকা অর্থায়নে পানি সরবরাহ প্রকল্পের অবকাঠামো নির্মাণ কাজ করা হয়। গোপালগঞ্জের ঝরহড়পড়হড়ংঃ-গঞ্ ঝ.ঝ ঈড়হংড়ৎঃরঁস নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ প্রকল্পটির নির্মাণ কাজ করে। মঠবাড়িয়া শহর থেকে আড়াই কিলোমিটাপর দুরে সূর্যমণি এলাকায় ট্রিটমেন্ট প্লান অবকাঠামো নির্মাণ করা হয় । পৌর শহরে ৫৪ কিলোমিটার পানির পাইপ লাইন স্থাপন কওে খালের পানি উত্তোলন করে ফিলআটারিং পদ্ধতিতে প্রাথমিক পর্যায় পৌরশহরে ৩ হাজার ৫০০ হোল্ডিংয়ে উপকারভোগীকে পাইপ লাইনের মাধ্যমে বাসা-বাড়িতে সুপেয় পানি সরবরাহ করা হয়।

ভুক্তভোগীরা জানান, ২০১৪ সালে কাজের শুরু থেকেই ঠিকাদারের লোকজন মঠবাড়িয়া পৌরসভার অফিসে কর্মরত প্রকৌশলী আব্দুস ছালেক ও অফিসের কতিপয় কর্মচারী প্রজেক্ট ডাইরেক্টর মো. আনোয়ার এর যোগসাজশে প্রকল্পের অবকাঠামো কাজে খুবই নিম্নমানের পাইপ, লোহা, পাথর, সিমেন্ট ব্যবহার করে পাম্প হাউজ, বেজ ঢালাইসহ আনুষাঙ্গিক নির্মাণ কাজ করেছেন। ওই সময় অভিযোগ উঠলেও পৌর কর্তৃপক্ষ কোন গুরুত্ব দেয়নি। পানির প্রকল্পের কাজ শেষ হতে না হতেই বিভিন্নস্থান থেকে পাইপ ফেটে পানি বের হচ্ছে। অনিয়মিত পানি সরবরাহ, দূর্গন্ধ ও কর্দমাক্ত পানি পেয়ে উপকারভোগিরা অসন্তোষ প্রকাশ করেন। এই পানি পান করাতো দুরের কথা দৈনান্দিন কাজে ব্যবহারের অনুপযোগি। জনস্বাস্থের জন্য ক্ষতিকর ভেবে এ পানি অনেকেই পান করছেন না। সেই সাথে পানির ভূতুরে বিল নিয়ে পৌবাসিরা চরম ক্ষুব্ধ।

শহরের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা আসমা বেগম ও শিক্ষক মো. কাওসার হোসেন বলেন, মাঝে-মাঝে ছিটে ফোটা পানি আসে, যা প্রায় সময়ই ময়লা ও দুর্গন্ধযুক্ত। এ পানি জনস্বাস্থে্েযও জন্য ক্ষতিকর। আমরা পানির লাইন সংয়োগ দিয়েও বিপদে পরেছি।

এক নম্বর ওয়র্ডেও বাসিন্দা আলী হায়দার অভিযোগ করে বলেন, কিছু সরকারী আমলা ও কিছু দলীয় লোকজনের কারনে সরকারের এমন উন্নয়ন প্রশ্নবিদ্ধ। ৫৩ কোটি টাকার অধিক টাকা ব্যায়ে পানি প্রকল্পের কাজ শেষ হতে না হতেই পাইপ ফেটে পানি বের হচ্ছে। সুপেয় পানি সরবরাহ দায়সারা হলে তা বিপদজনক।

দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাদল বিশ^াস বলেন, প্রকল্পের কাজে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোন তদারকি ছিল না বলে, ঠিকাদারের লোকজনেরা ইচ্ছেমতো অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কাজ শেষ করেছেন। যার ফলে পাইপ ফেটে পানি বের হচ্ছে। এ পানি আমরা পান করতে ভয় পাই।

এ ব্যাপারে পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুস সালেক বলেন, ৫০ কোটির টাকার উপরের কাজে আমরা তদারকি করতে পারি না। উর্ধতন কর্মকর্তারাই সব করেছেন আমি ছিলাম কাঠের পুতুল। এমনকি আমি বিল করেছি তাও তারা ইচ্ছামত বাড়িয়ে-কমিয়ে নিয়েছে। তবে আমরা চেষ্টা করছি পৌরবাসির সুপেয় পানি নিশ্চত করতে।

তৎকালীন পৌর মেয়র মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস বলেন, এটা চলমান প্রক্রিয়া। পাইপ ফেটে গেলে বা নষ্ট সাথে-সাথে রিপিয়ারিং করতে হবে। পৌরসভার সে সক্ষমতা আছে।

বর্তমান পৌর প্রশাসক আরিফ-উল-হক বলেন, প্রথম শ্রেনীর পৌরসভায় সুপেয় পানির জন্য মানুষের হাহাকার দীর্ঘদিনের। প্রতিনিয়ত আমার কাছে অভিযোগ আসে। এক যায়গা ঠিক করলে আবার দশ যায়গা থেকে পাইপ ফেটে পানি বের হয়।
তিনি আরও বলেন, সরজমিনে আমি ঘুরে দেখেছি নিন্মমানের পাইপ দেওয়ার কারনে এ সমস্যার সৃষ্টি হয়েছে। এখানে ৫ লক্ষ লিটার ধারন ক্ষমতা সম্পন্ন ২টি ওভারহেড ট্যাংক বসানো হয়েছে। ৭ ও ৮ নম্বার ওয়ার্ডে পাশাপাশি বসানো হয়েছে। এতে পানি থেকে বঞ্চিত হচ্ছে ১,২,৩ নম্বর ওয়ার্ডবাসী। পানির বিলে অসংগতির অভিযোগ থাকলে আমরা তা নিয়মিত সমাধানও করছি।

এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য ও সরকারী হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মো. রুস্তুম আলী ফরাজী বলেন, পৌর ইঞ্জিনিয়ারের তদারকির অভাবে ঠিকাদাররা যেনতেন ভাবে কাজ করেছে। যার কারনে এক বছর শেষ হতে না হতেই বিভিন্ন যায়গায় পাইপ ফেটে হয়ে পানি বেড় হচ্ছে। মঠবাড়িয়া শহরের পানি সরবরাহ প্রকল্পে নিম্ম মানের কাজ হয়েছে এমন অভিযোগ উর্ধতন মহলে অবহিত করব।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...