ব্রেকিং নিউজ
Home - উপকূল - মঠবাড়িয়ায় করোনা টিকাদান কেন্দ্রে যুবলীগের স্বেচ্ছাসেবা কার্যক্রম

মঠবাড়িয়ায় করোনা টিকাদান কেন্দ্রে যুবলীগের স্বেচ্ছাসেবা কার্যক্রম

মঠবাড়িয়া প্রতিনিধি 🔻

পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনা সংক্রমণ রোধে ১১ ইউনিয়নে চলমান টিকাদান কর্মসূচি সহজতর ও সফল করতে আওয়ামী যুবলীগের উদ্যোগে স্বেচ্ছাসেবা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. তাজউদ্দিন আহম্মেদ আজ শনিবার দুপুরে উপজেলার মিরুখালী ইউনিয়ন পরিষদে করোনা টিকাদান কেন্দ্রে এ স্বেচ্ছাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপজেলা যুবলীগ সভাপতি ও মিরখালী ইউপি চেয়ারম্যান আবু হানিফ খানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, উপজেলা যুবলীগ সহসভাপতি আবুল কালাম মোল্লা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেল, বাবু শরীফ. সগীর মাস্টার, আরিফুর রহমান সোহাগ, আরিফুল ইসলাম, যুবলীগ নেতা রামীম আহমেদ. শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ।
উপজেলা যুবলীগ সূত্রে জানাগেছে,মঠবাড়িয়ায় চলমান ২০টি টিকা কেন্দ্রে প্রতিটিতে ১০০জন যুবলীগ স্বেচ্ছাসেবক টিকাদান কর্মসূচি সহজতর ও সফল করতে স্বেচ্ছাশ্রমে কাজ করবে। কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশক্রমে মঠবাড়িয়ায় যুবলীগ করোনা টিকাদান কেন্দে সহায়তা হিসেবে স্বেচ্ছাশ্রমে কাজ করবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...