ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরের সাত উপজেলায় ইউনিয়ন পর্যায়ে গণটিকা কার্যক্রম শুরু

পিরোজপুরের সাত উপজেলায় ইউনিয়ন পর্যায়ে গণটিকা কার্যক্রম শুরু

পিরোজপুর প্রতিনিধি 🔻
পিরোজপুরের ৭টি উপজেলায় উৎসবমূখর পরিবেশে ও স্বাস্থ্যবিধি মেনে ইউনিয়ন পর্যায়ের গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে জেলার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদের এ কার্যক্রমের উদ্বোধন করেন পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক চৌধুরি রওশন ইসলাম। শংকরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তফাজ্জল হোসেন স্বপন মল্লিক এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মজিবুর রহমান খালেক, সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ।
এই কার্যক্রমে সাধারণ মানুষের সহযোগীতার জন্য টিকাকেন্দ্র গুলোতে স্বেচ্ছাসেবকের কাজ করেছে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।
জেলার সিভিল সার্জন সূত্র জানায়, জেলার ৭টি উপজেলা ও ২টি পৌরসভার সর্বমোট ৫২টি ইউনিয়ন ও ১৮টি ওয়ার্ডের ১৫৬টি টিকা কেন্দ্রে ৩৪ হাজার ৮শ’ জন বৃদ্ধ, প্রতিবন্ধী, নারী ও পুরুষকে এ কার্যক্রমের আওতায় এনে এ টিকা প্রদান শুরু হয়েছে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...