ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - টানা বর্ষণে মঠবাড়িয়ায় ঈদের বাজার ক্রেতা শূণ্য

টানা বর্ষণে মঠবাড়িয়ায় ঈদের বাজার ক্রেতা শূণ্য

মঠবাড়িয়া প্রতিনিধিঃ নিম্ন চাপের প্রভাবে গত ৩ দিন ধরে টান বর্ষণে মঠবাড়িয়া উপজেলার হাট-বাজারের ঈদের বাজার ক্রেতা শূণ্য হয়ে পড়ায় ধ্বস্ নেমেছে ঈদ ব্যবসায়। পৌর শহরের বিপনি বিতান গুলোতে ক্রেতাদের লক্ষ করা গেলেও গ্রাম্য বাজারের চিত্র সম্পূর্ণ ভিন্ন।

পবিত্র ঈদুল ফিতর আর মাত্র ২/১ দিন বাকী। এসময়ে গ্রাম্য বাজারের শাড়ি-কাপড়, গার্মেন্টস ও কসমেটিক্সের দোকান গুলোয় ক্রেতাদের উপচে পরা ভিড় থাকার কথা। ৩ দিনের টানা বর্ষণের কারনে ক্রেতা শূণ্য দোকান গুলো যেন খাঁ খাঁ করছে। উপজেলার মিরুখালী, ধানী সাফা, তুষখালী, সাপলেজা, বড় মাছুয়া, গুলিশাখালী ও আমরাগাছিয়া বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে একই চিত্র দেখা গেছে।

মিরুখালী বাজারের ইমরান কসমেটিক্সের মালিক মোঃ সাইদুল ইসলাম জানান, বৃষ্টিতে দোকানে কোন বিক্রি নাই। ঈদকে কেন্দ্র করে দোকানে উঠানো মাল বিক্রি না হলে টাকা গুলো আটকে যাবে বলে সাইদুল জানান।

শাড়ি-কাপড় বিক্রেতা হাফেজ মনির জানান, ঈদের দিন পর্যন্ত বৃষ্টি থাকলে ব্যবসায়িদের চরম ক্ষতি হবে।

এমএম ফ্যাসন কর্নারের মালিক মোঃ মামুন জানান, টানা বৃষ্টিতে দূরের ক্রেতারা বাজারে আসতে পারছে না। তাই বেচা-কেনা একবারেই মন্দা। এভাবে চলতে থাকলে ব্যবসায়ীদের ঈদের আনন্দই মাটি হয়ে যাবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...