ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - স্টিমার-লঞ্চ দূর্ঘটনা ।। বিন্দু মনি’র মায়ের কাছে আর ফেরা হলো না

স্টিমার-লঞ্চ দূর্ঘটনা ।। বিন্দু মনি’র মায়ের কাছে আর ফেরা হলো না

মঠবাড়িয়া প্রতিনিধিঃ ঈদে বাড়ি ফেরা হলো না মেধাবী ছাত্র বিন্দু মনি। আজ সোমবার ভোর ৪টায় ঢাকা থেকে ছেড়ে আসা মোরেলগঞ্জগামী যাত্রীবাহী স্টিমার পিএস মাহসুদ বরিশাল এলে ও বরিশাল থেকে ছেড়ে যাওয়া ঢাকা গামী লঞ্চ সুরভী-৭-এর মুখোমুখি সংঘর্ষে ৫ যাত্রী নিহত হয়। নিহতদের মধ্যে মঠবাড়িয়ার বিন্দু মনি একজন।

এস.এম. বিন্দু মনি (২২) ঢাকা সাইফ প্যারা-মেডিকেলের তৃতীয় বর্ষের ছাত্র। বিন্দু মঠবাড়িয়া কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলার সাপলেজা গ্রামের মজিবুল হকের ছেলে। দুই সন্তানের মধ্যে বিন্দু বড়।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বিন্দু মনি মা-বাবার সাথে ঈদ করার জন্য পাঁচ মাস পর ঢাকার সদরঘাট থেকে স্টিমারযোগে বাড়ি ফিরছিলেন। রাতে তার মায়ের সাথে কয়েক দফা মোবাইল ফোনে কথাও হয়। কেবিন না পেয়ে স্টাফ কেবিনে ৪-৫ জনে মিলে জায়গা পেয়েছেন বলে তার মাকে জানান। কিন্তু বিন্দু মনি’র মায়ের কাছে আর ফেরা হলো না। সকালে ফেসবুকে সহপাঠীরা লঞ্চ-স্টিমারের সংঘর্ষে নিহতদের ছবি দেখে বিন্দু মনিকে চিনতে পারে। সহপাঠীরা বিন্দুর বাড়িতে এ খবর জানালে তার মা বাকরুদ্ধ হয়ে পড়েন। পরে বাবা মজিবুল হক স্বজনদের নিয়ে বরিশালে ছুটে যান।

এদিকে পৌর শহরের নিউমার্কেট এলাকার বাসায় স্বজনের অকাল মৃত্যুতে বিন্দুর মা ও বোনের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে। শান্ত স্বভাবের ভদ্র ছেলেটির মৃত্যুও খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...