ব্রেকিং নিউজ
Home - উপকূল - ভাণ্ডারিয়ায় খামারীদের মাঝে সাইলেজ প্রযুক্তির সরঞ্জামাদি বিতরণ

ভাণ্ডারিয়ায় খামারীদের মাঝে সাইলেজ প্রযুক্তির সরঞ্জামাদি বিতরণ


ভাণ্ডারিয়া প্রতিনিধি :
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় প্রাণীপুষ্টির উন্নয়নে খামারীদের মাঝে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় সাইলেজ প্রযুক্তির সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।
গতকার মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে এ বিতরণ অনষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সুদেব সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা। বিশেষে আতিথি ছিলেন পৌর মেয়র মোঃ ফাইজুর রশিদ খসরু জমাদ্দার, ভেটেরিনারি সার্জন ডা: সোমা সরকার ও প্রকল্পের কমিউনিটি এক্সটেনশন এজেন্ট (সিইএ) আব্দুল্লাহ আল সোহান মিয়া।
সরঞ্জামাদি স্থাপনের পর সংশ্লিষ্ট খামারির বাড়ি বাড়ি গিয়ে প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...