, , ,

ভাণ্ডারিয়ায় খামারীদের মাঝে সাইলেজ প্রযুক্তির সরঞ্জামাদি বিতরণ


ভাণ্ডারিয়া প্রতিনিধি :
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় প্রাণীপুষ্টির উন্নয়নে খামারীদের মাঝে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় সাইলেজ প্রযুক্তির সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।
গতকার মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে এ বিতরণ অনষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সুদেব সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা। বিশেষে আতিথি ছিলেন পৌর মেয়র মোঃ ফাইজুর রশিদ খসরু জমাদ্দার, ভেটেরিনারি সার্জন ডা: সোমা সরকার ও প্রকল্পের কমিউনিটি এক্সটেনশন এজেন্ট (সিইএ) আব্দুল্লাহ আল সোহান মিয়া।
সরঞ্জামাদি স্থাপনের পর সংশ্লিষ্ট খামারির বাড়ি বাড়ি গিয়ে প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

About The Author

Leave a Reply