ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরের নাজিরপুরে অসহায় কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরন বিতরণ করলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

পিরোজপুরের নাজিরপুরে অসহায় কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরন বিতরণ করলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী


পিরোজপুর প্রতিনিধি 🔻
মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, বিএনপি-জামায়াত সরকারের সময়ে এদেশের কৃষকরা সার চাইতে গেলে তাদের গুলি করে হত্যা করা হয়েছিলো। তারা সকল সময় দেশের স্বাধীনতা বিরোধীদের সাথে ঐক্য করে দেশ চালিয়েছে। তারাই এদেশে চিহ্নিত রাজাকারদের গাড়িতে জাতীয় পতাকা দিয়ে জাতীয় পতাকা ও দেশের মুক্তিযোদ্ধাদের অপমানিত করেছে।
আজ বৃহস্পতিবার সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে তিনি এ কথা বলেন।
ওই দিন সকালে উপজেলার স্বাধীনতা মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে কৃষি অফিসের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকার ভোগী দেড় শতাধিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার, পাওয়ার থ্রেসার, পাওয়ার পাম্প, বেড প্লান্টার, ফুট পাম্প, হ্যান্ড স্প্রেয়ার, ভুট্টা মাড়াই যন্ত্র প্রদান করেন। এ ছাড়া এ সময় অর্ধশত পরিবারের মাঝে এক বান্ডিল করে টেউটিন ও তার লাগানো খরচ বাবদ ৩ হাজার টাকা কওে প্রদান করেন। এ ছাড়াও ‘৩৩৩’-এ ফোন করে খাদ্য সহায়তা চাওয়া একশত অসহায় পরিবারকে বিনা মূল্যে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী প্রদান করেন মন্ত্রী। পরে একই দিন দুপুরে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে যুব ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...