ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে সমাবেশ ও মানববন্ধন

পিরোজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে সমাবেশ ও মানববন্ধন

 

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষ্যে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার সকালে পিরোজপুরের জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে শহরের টাউন ক্লাব সড়কের এই মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, এনজিও প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এই সমাবেশ ও মানববন্ধনে পিরোজপুরের জেলা প্রশাসক মো. খাইরুল আলম সেখ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী মোঃ তোফায়েল হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, প্রেস ক্লাব সম্পাদক এ্যাড. রেজাউল ইসলাম শামিম, সিনিয়র সাংবাদিক একে আজাদ, খালিদ আবু, সরকারি মহিলা কলেজের প্রভাষক মৌমিতা সরকার, এনজিও প্রতিনিধি সানজিদা খানম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন বর্তমান সরকার নারী নির্যাতন প্রতিরোধে সবকিছু করা সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতনের কিছু ঘটনা ঘটছে। যা দুঃখজনক। নারী নির্যাতন বন্ধ করা সরকারের একার পক্ষে বা আইন প্রয়োগ করে সম্ভব নয়। আইনের এবং সরকারের সদিচ্ছার পাশাপাশি আমাদের সকলের দায়িত্ব হচ্ছে জনসচেতনতা সৃষ্টি করা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টির উপরে শিক্ষকদের গুরুত্ব দিয়ে কোমলমতী শিক্ষার্থীদের এখনি সচেতন করে গড়ে তোলার আহবান জানান বক্তারা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...