ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুর ও জিয়ানগরে শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষক-কর্মচারীদের মাববন্ধন

পিরোজপুর ও জিয়ানগরে শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষক-কর্মচারীদের মাববন্ধন

 

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুরে বেসরকারী শিক্ষা জাতীয় করণ সহ কর্মচারীদের ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ও বৈশাখী ভাতা এবং সরকারি চাকুরিজীবিদের ন্যায় বাড়ি ভাড়ার দাবিতে শিক্ষক-কর্মচারীদের মাববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের টাউনক্লাব সড়কে বাংলাদেশ শিক্ষক সমিতি সদর উপজেলা শাখা এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক গৌতম কুমার সাহা, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ডাকুয়া, কাজী মো. মজিবুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন। মানববন্ধন কর্মসূচীতে সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক-কর্মচারীগণ অংশগ্রহন করেন।
অপরদিকে রোববার জেলার জিয়ানগর উপজেলার ইন্দুরকানী বাজারে উপজেলা আ’লীগ কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে জিয়ানগর উপজেলা শিক্ষক সমিতি। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি জিয়ানগর উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার শীল, সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ হান্নান, ইন্দুরকানী কলেজের সহকারি অধ্যাপক মো. জাকারিয়া হোসেন, পত্তাশী জনকল্যাণ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক বিকাশ চন্দ্র হালদার প্রমুখ। মানববন্ধন কর্মসূচীতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক-কর্মচারীগণ অংশগ্রহন করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...