ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে সাড়ে ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ

পিরোজপুরে সাড়ে ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ

পিরোজপুর প্রতিনিধি >
ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ সময়ে মা ইলি সহ বিভিন্ন প্রজাতির মাছ নিধনের বিরুদ্ধে পিরোজপুরে ভ্রাম্যমান আদালত আজ শনিবার বশলশ্বর ও কঁচা নদীতে অভিযান চালিয়ে ৮ হাজার ৫০০ মিটার অবৈধ জাল আটক করে। আটকৃত জালের মূল্য আনুমানিক ৭ লাখ টাকা।
পিরোজপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী জানান, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে নৌ পুলিশ ও গ্রাম পুলিশের সহায়তায় রাতে বলেশ^র ও কঁচা নদীতে অভিযান চালানো হয়। এ সময় ১৬টি চরগড়া ও ৪টি বেহুন্দী জাল আটক করা হয়। জব্দকৃত জালের মূল্য আনুমানিক ৬ লাখ ৫০ হাজার টাকা। পরে জব্দকতৃ জাল বলেশ^র ব্রীজ সংলগ্ন মাঠে আগুনে পুড়িয়ে বিনস্ট করে ফেলা হয়েছে।

জানাগেছে, আগামী ২ নভেম্বর পর্যন্ত এ অভিযান অব্যহত থাকবে। উল্লেখ্য, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সকল প্রকার ইলিশ ধরা, বিক্রি করা ও মওজুদ করা সম্পুর্ণ নিষিদ্ধ করেছে সরকার।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...