ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ার ধানীসাফায় ইউপি নির্বাচনী সংহিসতার ঘটনায় পাল্টা পাল্টি মামলা

মঠবাড়িয়ার ধানীসাফায় ইউপি নির্বাচনী সংহিসতার ঘটনায় পাল্টা পাল্টি মামলা

মঠবাড়িয়া প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়ায় ধানীসাফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থগিত ৮নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্র পূন নির্বাচন ঘিরে সংহিসতার ঘটনায় বৃহস্পতিবার রাতে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম বাদী হয়ে আ’লীগ প্রার্থীর ২৫জন কর্মী-সমর্থককে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। অপরদিকে আ’লীগ প্রার্থী হারুন অর রশিদের কর্মী একরামুল হক তুষার স্বতন্ত্র প্রার্থীর ২৭জন সমর্থকদের আসামী করে ওই রাতে আরও একটি পাল্টা মামলা দায়ের করেছে। এতে এলাকায় সাধারণ ভোটারদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার বিকালে নির্বাচনী প্রচারণার সময় চশমা প্রতিকের স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামসহ তার ৭ সমর্থক প্রতিপক্ষের হামলায় উ আহত হয়। এর মধ্যে ৬জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলেও আহত ছৈয়দ আকনকে (৫২) অশংকাজনক অবস্থায় ওই রাতেই তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন সাংবাদিকদের জানান, ধানীসাফা ইউপির ৮নং ওয়ার্ডের প্রার্থীদের প্রচারনা ও সহিংসতা ঠেকাতে পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আস্ সাদিক জামান ও অতিরিক্ত পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ ভোট কেন্দ্রের আশে পাশের এলাকা পরিদর্শণ করেছেন। ওই এলাকায় শুক্রবার রাত থেকে বিজিবি ও র‌্যাবের টহল দল ভ্রাম্যমান হিসেবে টহলে রাখা হবে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ইতিমধ্যে ১৫জন পুলিশ সদস্য এলাকায় টহলে রয়েছে এবং আমার নেতৃত্বে আরও ২৫ জন পুলিশ সদস্য নিয়মিত টহল টহল দিচ্ছে।

উল্লেখ্য, ২২মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ধানীসাফা ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এরা হলেন, নৌকা প্রতিক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী হারুন অর রশিদ তালুকদার, ধানের শীষ প্রতিক নিয়ে বিএনপি’র মনিরুজ্জামান মনির, আনারস প্রতিক নিয়ে আওয়ামীলীগের বিদ্রোহী মিয়া মো. ফারুক ও চশমা প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম। ধানীসাফা ইউনিয়নের ৯টি কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ৪১৭৩ ভোট পেয়ে চশমা প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম এগিয়ে রয়েছেন। তার নিকটতম নৌকা প্রতিক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী হারুন অর রশিদ তালুকদার পেয়েছেন ৪০৪৫টি ভোট।

আগামী ৩১ অক্টোবর ধানীসাফা ইউপির ৮নং ওয়ার্ডের উত্তর পাতাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুনঃরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই স্থগিত কেন্দ্রে ১৫৫৪ জন ভোটার পুনরায় ভোটাধিকার প্রয়োগ করবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...