ব্রেকিং নিউজ
Home - জাতীয় - কাঁঠালিয়ায় ৫৫টির দূর্গাপুজা মন্ডপের ২১ টি ঝুকিপূর্ন

কাঁঠালিয়ায় ৫৫টির দূর্গাপুজা মন্ডপের ২১ টি ঝুকিপূর্ন

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি >
ঝালকাঠির কাঠালিয়ায় এ বছর ৫৫টি মন্ডপে শারদীয় দূর্গা পুজা অনুষ্ঠিত হবে। পুলিশ প্রশাসন ১০টি অধিক ঝুকিপূর্ন ও ১১টি পুজা মন্ডপকে ঝূকিপূর্ন হিসেবে চিহ্নিত করেছেন।
অধিক ঝূকিপূর্ন পুজা মন্ডপগুলো হচ্ছে চেঁচরী রামপুর ইউনিয়নের কৈখালী বাজার, উত্তর চেঁচরী পাগল বাড়ী, দক্ষিন চেঁচরী মাঝি বাড়ী ও বানাই মতুরা শীলের বাড়ী। পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া। আমুয়া ইউনিয়নের ধোপা বাড়ী ও ছোনাউটা খেয়াঘাট। কাঠালিয়া সদর ইউনিয়নের কেন্দ্রিয় মন্দির। শৌলজালিয়া ইউনিয়নের বীনাপানি বাজার ও আওরাবুনিয়া ইউনিয়নের চৌধুরী হিস্যা।
ঝুকিপূর্ন মন্ডপগুলো হচ্ছে চেঁচরী রামপুর ইউনিয়নের রামপুর পাইকবাড়ী, মহিষকান্দি বেপারী ও বানাই মদন মোহন সেবাশ্রম। পাটিখালঘাটা ইউনিয়নে মধ্য মরিচবুনিয়া। আমুয়া ইউনিয়নে আমুয়া বন্দর, তালতলা বাজার ও মধ্য বাঁশবুনিয়া। শৌলজালিয়া ইউনিয়নের শ্রীগুরু সেবাশ্রম দোগনা। আওরাবুনিয়া ইউনিয়নের পশ্চিম ছিটকি দূর্গা মন্দির, আওরাবুনিয়া লঞ্চঘাট ও উত্তর তালগাছিয়া মন্দির।
কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. জাহিদ হোসেন জানান, অধিক গুরুত্বপূর্ন পুজা মন্ডপে একজন পুলিশ একজন পিসি/এপিসি ২ জন মহিলা আনসার ও ৩জন পুরুষ আনসার মোতায়েন থাকবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...