ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে পানিতে ডুবে দুই যুবক নিখোঁজ-১জনের লাশ উদ্ধার : মঠবাড়িয়ায় ট্রাক চাপায় একজন নিহত

পিরোজপুরে পানিতে ডুবে দুই যুবক নিখোঁজ-১জনের লাশ উদ্ধার : মঠবাড়িয়ায় ট্রাক চাপায় একজন নিহত

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুরে পানিতে ডুবে দু’যুবক নিখোঁজ এবং মাছের ট্রাকের চাপায় দিলিপ বৈরাগী (৪২) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। বুধবার দুপুরে সদর উপজেলার শংকরপাশায় খালে গোছল করতে গিয়ে রাজিব খান (২২) নামে এক যুবক কচুরীপানার নিচে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক খোজাখুজির পর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পানিতে নেমে তল্লাশি চালায়। পরে বরিশাল থেকে ৩ জনের একটি ডুবরী দল এসে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ব্যাপক তল্লাশি চালিয়েও রাজিবকে খুজে পাওয়া যায়নি। পরে তারা তল্লাশি কাজ শেষ করে চলে যান। ফায়ার সার্ভিসের ডি এ ডি মতিউর রহমান জানান, খালে প্রচুর কচুরীপানা এবং স্রোত থাকায় তারা প্রায় এক কিলোমিটার জুড়ে সন্ধান চালিয়েও রাজিবের কোন সন্ধান করতে পারেননি। তাই আপাতাত তারা তল্লাশি কাজ শেষ করেছেন। বৃহস্পতিবার দুপুরে নিখোঁজ রাজিবের মৃতদেহ শংকরপাশা খালের কচুরীপানার ভিতর থেকে স্থানীয়রা উদ্ধার করেছে।
অপরদিকে জেলার নাজিরপুরে বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের ওজু করতে গিয়ে জাকির হোসেন (২৫) নামে এক যুবক কালীগঙ্গা নদীতে পড়ে তলিয়ে যায়। জাকির হোসেন একজন মৃগী রোগী ছিল বলে স্থানীয় ভাবে জানাগেছে। নাজিরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা অনেক খোজাখুজি করেও জাকিরকে উদ্ধার করতে পারেনি।
এদিকে জেলার মঠবাড়িয়ায় পাথরঘাটাগামী একটি মাছের ট্রাকের চাপায় দিলিপ বৈরাগী (৪২) নামে এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মঠবাড়িয়া-মাঝেরপুল সড়কের উত্তর মিঠাখালী গ্রামের আর্শ্বেদ মিয়ার বাড়ির সম্মুখ সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিক্ষুব্দ জনতা ঘাতক ট্রাকটি আটক করলেও ট্রাক চালক পালিয়ে যায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মনির হোসেন ও মাহবুবুর রহমান জানান, নিহত ব্যাক্তি ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে পিরোজপুর থেকে পাথরঘাটার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে মঠবাড়িয়ার মাঝেরপুল এলাকায় সড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে ধুমপান করছিলেন। এসময় খুলনা থেকে আসা পাথরঘাটাগামী একটি মাছের ট্রাক ওই ব্যাক্তিকে ধাক্কা দিলে সে ছিটকে সড়কের ওপর পড়ে গেলে ট্রাকের পিছনের চাকায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে স্থানীয় লোকজন ছুটে এসে ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খনন্দকার মোস্তাাফিজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি পিরোজপুর উপজেলার জুজখোলা গ্রামের মৃত্যুঞ্জয় বৈরাগীর পুত্র দিলিপ বৈরাগী | তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...