ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরের বাদুরা মৎস্য বন্দরের আয়রণ সেতু ভেঙ্গে ট্রলার ডুবি -আহত-৩

পিরোজপুরের বাদুরা মৎস্য বন্দরের আয়রণ সেতু ভেঙ্গে ট্রলার ডুবি -আহত-৩

খালিদ আবু, পিরোজপুর >
পিরোজপুর সদর উপজেলার বাদুরা মৎস্য বন্দরের সাথে পাড়েরহাট বন্দর ও সদরের সাথে সংযোগ স্থাপনকারী আয়রন সেতুটি ধসে পড়েছে। এসময় সেতুর নিচে চাপা পড়ে একটি মাছধরা ট্রলার ডুবে যায়। এতে ৩ জন মাছ ব্যবসায়ি আহত হয়েছেন বলে স্থানীয় সুত্রে জানা গেছে। বুধবার সকালে আয়রন সেতুটি ভেঙ্গে পড়ায় বাদূরা মৎস্য অবতরন কেন্দ্রের ব্যবসায়ীসহ অন্তত ৪০ গ্রামের মানুষের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।
বাদুরা বন্দরের মাছ ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে আয়রণ সেতুর তলদেশ থেকে এফবি মায়ের দোয়া নামে একটি মৎস্য ট্রলার বন্দরের ঘাটে যাচ্ছিল। এসময় সেতুর মাঝখানের পিলারের সঙ্গে ধাক্কা লাগলে নড়বড়ে সেতুটি ভেঙ্গে ট্রলারের ওপর পড়লে ট্রলারটি ডুবে যায়। এসময় ওই ট্রলারের মাঝি কামাল হোসেন (৩২) মাথায় মারাত্মকভাবে আঘাত পান। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেয়া হলে, সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা হাসপাতালে স্থানান্তর করা হয়। এছাড়াও এই সময় ওই ট্রলারটির কর্মচারী মিজান ও ইউসুফ হাওলাদারও আহত হন ।
স্থানীয়রা জানায় প্রায় তিন মাস পূর্বে বুশরা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এলজিইডির তত্ত্বাবধানে ব্রিজটি মেরামতের কাজ করে। এলাকাবাসির অভিযোগ কোন রকম জোড়াতালী দিয়ে নাম মাত্র কাজকরে ওই ঠিকাদারী প্রতিষ্ঠান, যা খুবই নিম্ন মানের র ছিল । ঈদের ছুটিতে অফিস সম্পূর্ণ না খোলায় এলজিইডি থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...