ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধি মহিলা পরিষদের মানববন্ধন

পিরোজপুরে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধি মহিলা পরিষদের মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুরে ধর্ষণ, হত্যা, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জেলা মহিলা পরিষদ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। আজ শুক্রবার সকাল ১০টায় শহরের টাউন ক্লাব সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সম্প্রতি কাউখালীতে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষন, ভান্ডারিয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষনের প্রতিবাদ ও প্রতিরোধের সাথে সাথে সারাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানানো হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন, জেলা মহিলা পরিষদের সভাপতি মনিকা মন্ডল, সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপি, পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি খালিদ আবু, জেলা কারাগারের ডেপুটি জেলর মো. আবুল ফাত্তাহ,পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মিনারা মাহবুব, রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না, জেলা মহিলা পরিষদের আন্দোলন সম্পাদক শিরিনা আফরোজ, পিডিএফ নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, মহিলা পরিষদের প্যানেল আইনজীবী এ্যাডভোকেট বাহাদুর হোসেন, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইখতিয়ার হোসেন পান্না,জি হায়দার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুলতানা নাসরিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সম্পাদক এড. দিলীপ পাইক প্রমুখ।
বক্তারা বলেন,ধর্ষণ, হত্যা, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এখন আর বসে থাকার সময় নেই। একটি আঘাত দিলে পাল্টা আঘাত দিতে হবে। তার বলেন, আর এভাবে প্রতিবাদে দাড়াবার সময় নেই, এখন থেকে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। এসময় জেলা মহিলা পরিষদের সদস্যবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...