ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৮৬তম জন্ম বার্ষিকীতে সমাবেশ ও জঙ্গীবিরোধী মানববন্ধন

পিরোজপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৮৬তম জন্ম বার্ষিকীতে সমাবেশ ও জঙ্গীবিরোধী মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি >
ভবিষৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের সচেতন করার লক্ষ্যে পিরোজপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৮৬তম জন্ম বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে মহিলা সমাবেশ এবং সন্ত্রাস ও জঙ্গি বিরোধী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে জেলা মহিলা সংস্থার আয়োজনে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ। জেলা মহিলা সংস্থার সভানেত্রী ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা লায়লা পারভীনের সভাপতিত্বে এ সময় পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, উপাধ্যক্ষ গীতা রাণী মজুমদার, জেলা মহিলা আওয়ামীলীগের সহসভাপতি মিরা রানী চৌধুরী, সাধারণ সম্পাদক সাহিদা বারেক, সহ বিভিন্ন পর্য়ায়ের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

এর আগে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং শহীদ মিনার সড়কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা দেশব্যাপী “সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতা বিরোধী এক মানববন্ধন করে। এসময় জেলা প্রশাসক, পুলিস সুপার, অতিরিক্ত জেলা প্রশাসকসহ বিভিন্ন কলেজ-স্কুেলর শিক্ষক শিক্ষার্থী ও সূধীজন মাববন্ধনে অংশগ্রহন করে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...