ব্রেকিং নিউজ
Home - অপরাধ - স্কুল ছাত্রীকে কু প্রস্তাব ! স্বরূপকাঠিতে প্রধান শিক্ষকের অপসারন দাবী

স্কুল ছাত্রীকে কু প্রস্তাব ! স্বরূপকাঠিতে প্রধান শিক্ষকের অপসারন দাবী

পিরোজপুর প্রতিনিধি > পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ধলহার পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান মিস্ত্রি তার বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দেওয়ায় ফুঁসে উঠছে এলাকাবাসি। প্রধান শিক্ষকের অপসারন দাবী করেছে স্কুল কমিটি ও অভিভাবকরা। অবস্থা বেগতিক দেখে লম্পট প্রধান শিক্ষক বিধান মিস্ত্রি গাঢাকা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখের কাছে প্রধান শিক্ষকের অপসারণসহ বিচার দাবি করে লিখিত অভিযোগ করেছেন। জেলা প্রশাসক বিষয়টির তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য স্বরূপকাঠির ইউএনও কে নির্দেশ দিয়েছেন।
ধলহার পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি লিটন মিস্ত্রি জানান, তাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান মিস্ত্রি নবম শ্রেণীর বিজ্ঞান শাখার এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর ফাঁকে একাধিকবার কুপ্রস্তাব দেন। একপর্যায়ে মোবাইল ফোনেও ওই ছাত্রীকে উত্ত্যক্ত করলে বিষয়টি এলাকার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ব্যবস্থাপনা কমিটির সদস্যরা প্রধান শিক্ষককে ঘটনার বিষয় জিজ্ঞাসাবাদ করলে প্রধান শিক্ষক গত বুধবার থেকে আত্মগোপনে চলে যান। জেলা প্রশাসক খায়রুল আলম সেখ শনিবার উপজেলার কুড়িয়ানায় সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশ করতে গেলে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি লিটন মিস্ত্রি জেলা প্রশাসকের কাছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। জেলা প্রশাসক অভিযোগ পেয়ে সঙ্গে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম তালুকদারকে তাৎক্ষনিক বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত প্রধান শিক্ষক বিধান চন্দ্রের মোবাইল ফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেন নি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...