ব্রেকিং নিউজ
Home - জাতীয় - আউয়াল সভাপতি, কানাই লাল সাধারণ সম্পাদক ➡️৭ মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেল পিরোজপুর জেলা আওয়ামী লীগ

আউয়াল সভাপতি, কানাই লাল সাধারণ সম্পাদক ➡️৭ মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেল পিরোজপুর জেলা আওয়ামী লীগ

পিরোজপুর প্রতিনিধি🔻

জেলা সম্মেলনের ৭ মাস পরে ৭৪ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে পিরোজপুর জেলা আওয়ামীলীগ। রবিবার (১৯ জুন) কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বরাবরে পাঠানো চিঠিতে এ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।
কমিটিতে আলহাজ্ব এ কে এম এ আউয়ালকে সভাপতি, অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাষকে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), জিয়াউল আহসান গাজী ও শেখ ফিরোজকে সাংগঠনিক সম্পাদক এবং প্রয়াত মহিলা সাংসদ শেখ এ্যানি রহমানের ছেলে শেখ খালিদ অরিন্দমকে কোষাধ্যক্ষ করে ৭৪ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা করা হয়েছে।
এ ছাড়াও কমিটিতে ১নং সহ সভাপতি বর্তমান পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক সহ ১১জন সহ সভাপতি, মো. মজিবুর রহমান খালেক ও মহিউদ্দিন মহারাজ যুগ্ম সাধারণ সম্পাদক, পিরোজপুর-১ আসনের এমপি-মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ১ নং সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলমকে ২নং সদস্য হিসেবে কমিটিতে রাখা হয়েছে। ৭৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হেপি সহ ৬জন নারী সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
উল্যেখ্য দীর্ঘ সাত বছর পরে গত ২০২২ সালের ২৭ নভেম্বর পিরেজপুর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শহীদ মিনারে অনুষ্ঠিত সম্মেলনে আওয়ামী লীগ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি আলহাজ্ব এ কে এম এ আউয়ালকে সভাপতি এবং অ্যাডভোকেট হাকিম হাওরাদারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিয়ে যান। পরবর্তীতে সাধারণ সম্পাদক হাকিম হাওলাদার মারা গেলে কানাই লাল বিশ্বাষকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব দেয়া হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...