ব্রেকিং নিউজ
Home - উপকূল - মঠবাড়িয়ায় করোনা দুর্গতদের লতীফ ইনস্টিটিউশন অ্যালামনাই এসোসিয়েশন মানবিক উদ্যোগ

মঠবাড়িয়ায় করোনা দুর্গতদের লতীফ ইনস্টিটিউশন অ্যালামনাই এসোসিয়েশন মানবিক উদ্যোগ

দেবদাস মজুমদার <> প্রাণঘাতি করোনা ভাইরাসের কারনে সৃষ্ট ঘরবন্দী কর্মহীন মানুষের সাময়িক সংকট উত্তোরণে লক্ষ্যে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বেসরকারিভাবে সর্ববৃহৎ কার্যক্রম হাতে নিয়েছেে ঐতিহ্যবাহী কে, এম, লতীফ ইনস্টিটিউশন অ্যালামনাই এসোসিয়েশন।
প্রক্তন শিক্ষার্থীদের গঠিত সংগঠন সূত্রে জানা গেছে, শহরের প্রায় দেড় হাজারের অধিক উপহারভোগী পরিবারের খাদ্য দ্রব্য উপহার সামগ্রী বিতরণের লক্ষে প্রাক্তন শিক্ষার্থীরা নিজেরাই মানবিক সহায়ক তবিল গঠন করেছেন। গঠিত তহবিল হতে প্রতিটি পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী (চাল-৫ কেজি, আলু-২ কেজি, ডাল-১ কেজি, পিঁয়াজ – ১ কেজি, তেল- ১ লিটার, সবান-১টি) এবং একই সাথে প্রত্যেকের জন্য ওষুধ ও শিশু খাদ্য ক্রয় বাবদ নগদ অর্থ উপহার পাঠাবেন তারা। বৃহৎ এ কর্মযজ্ঞের সাথে যুক্ত আছেন বিদ্যাপিঠটির প্রতিষ্ঠাকাল (১৯২৮) থেকে শুরু করে সর্বশেষ (২০২০) ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। এছাড়া তালিকাভুক্ত প্রতিটি পরিবারকে সংকট উত্তরোনের পূর্ব পর্যন্ত সাধ্যমত উপহার পাঠানো অব্যাহত থাকবে বলে সংগঠন আজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান।
সংকটকালীন মুহুর্তে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় রেখে ও নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এসোসিয়েশনের স্বেচ্ছাসেবকবৃন্দ। ১৭/০৫/২০২০ ইং তারিখ বা’দ মাগরিব পরম করুনাময়ের রহমত প্রার্থনার পরে ৩০০টি উপহার প্যাকেট উপহারভোগীদের বাড়িতে পৌঁছে দেয়ার মধ্য দিয়ে এ মহতী উদ্যোগের শুভ বাস্তবায়ন শুরু হয়েছে। প্রিয় প্রাক্তনীদের এরকম সময়োপযোগী উদ্যোগকে দল-মত-নির্বিশেষে সকলেই সাধুবাদ জানিয়েছেন।
এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাক্তকন শিক্ষার্থী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সাব্বির মো. খালিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ব্যাচ ভিত্তিক এ সহায়ক তবিল গঠন শুরুর পর ব্যাপক সাড়া পেয়েছি। আমরা খুব দ্রুত করোনা দুর্গত মানুষের দাড়াতে পারবো বলে আশা করছি। আমাদের প্রস্তুতি সম্পন্ন। প্রথম দফায় আমরা দেড় হাজার দুর্গত পরিবারে এ কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছি। আমাদের করোনা সংক্রমন রোশের শেষ অবধি দুর্গত মানুষের পাশে থাকতে পারবো। এজন্য আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী সকলের সাড়া আশাব্যঞ্জক।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কলেজ শিক্ষক মো. জুলহাস শাহিন বলেন, করোনা দুর্গত সময়ে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা সাড়া দিয়েছেন তার জন্য সকলকে ধন্যবাদ। সংকট সময়ে আমরাও দুর্গত মানুষকে খাদ্য উপহারসহ শিশুদের জন্য উপহার দিতে চাই। আমরা এ মানবিক উদ্যোগ ধাপে ধাপে করোনা রোধ অবধি বাস্তবায়ন করতে চাই।
x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...