ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরে কালেক্টরেট সহকারী সমিতির ৩দিনের কর্মবিরতি

পিরোজপুরে কালেক্টরেট সহকারী সমিতির ৩দিনের কর্মবিরতি

 

পিরোজপুর প্রতিনিধি <>
মাঠ পর্র্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহাকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করণের দাবীতে পিরোজপুরে ৩দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পান করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি পিরোজপুর জেলা শাখা।
আজ বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির জেলা শাখার আয়োজনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মবিরতি পালিত হয়।
পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতিতে বাংলাদেশ কালেক্টরেট কল্যাণ সমিতি পিরোজপুর জেলা শাখার সভাপতি ও জেলা প্রশাসক কার্যালয়ের ট্রেজারী হিসাব রক্ষক কাজী নজরুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের জেলা নাজির হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর সিএ মো. রাকিব হোসেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেএম শাখার অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক সোহেল রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের সরকারি কর্মচারিরা উপস্থিত ছিলেন।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদন হওয়া সত্বেও এখনও দাবী বাস্তবায়ন না হওয়ায় সংগঠনের কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত দেশব্যাপী ৩দিনের পূর্ণ দিবস এই কর্মসূচি পালনের অংশ হিসেবে পিরোজপুরে কর্মসূচি পালন করা হচ্ছে।
নেতৃবৃন্দরা জানান, চলমান এই কর্মসূচির মধ্যে ২৫-২৬ ও ২৭ ফ্রেরুয়ারি ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্নদিবস কর্মবিরতি পালন এবং অফিস চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময়ের মধ্যে দাবী বাস্তবায়ন না হলে ঢাকা প্রেসক্লাবে মহাসমাবেশের মাধ্যমে ২৮ মার্চ ২০২০ পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
কালেক্টরেট সহকারী সমিতির এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির জন্য ভোগান্তিত বিড়ম্বনার শিকার সেবা নিতে আশা সাধারণ মানুষ।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...