ব্রেকিং নিউজ
Home - উপকূল - শহীদ সেলিম – দেলোয়ার দিবস কাল

শহীদ সেলিম – দেলোয়ার দিবস কাল

 

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি <>
আগামীকাল শুক্রবার ২৮শে ফেব্রুয়ারি শহীদ সেলিম ও কাজী দেলোয়ার এর ৩৫তম শাহাদাৎ বার্ষিকী। ১৯৮৪সালের এই দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজ পথে আন্দোলনে মিছিলে নের্তৃত্বদান কারি ঢাকা বিশ্ববিদ্যালয়রে দুই মেধাবী ছাত্র ঢাকার ফুলবাড়িয়া পুলিশের ট্রাক চাপায় শাহদাৎ বরণ করেন। এদিবসটি পালন উপলক্ষে শহীদ কাজী দেলোয়ারের পিরোজপুরের ভাণ্ডারিয়ার উত্তর পৈকখালী গ্রামের বাড়ি শহীদ কাজী দেলোয়ার হোসেন হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এতিম খানা প্রাঙ্গনে পরিবারের পক্ষ থেকে কোরআন খানি, আলোচনা সভা, দোয়া মিলাদ মাহফিল ও বিশেষ ভোজের আয়োজন করা হয়েছে।

এছাড়াও ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ,আলোচনাসভা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে বলে জানান, সংগঠনের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার।

উল্লেখ্য, ১৯৮৪ সালের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকার ফুলবাড়িয়ায় পুলিশের ট্রাক চাপায় ঢাকা বিশ্ব বিদ্যালরেয়র এ দুই মেধাবী ছাত্র সেলিম ও কাজী দেলোয়ার শাহাদাৎ বড়ণ করেণ।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...