ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মঠবাড়িয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মঠবাড়িয়া প্রতিনিধি <>

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৬৪ নম্বর সূর্যমনি বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার বিশ^াস এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারিদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষকরা। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে রোববার বিকেলে পৌরসভা সম্মুখ সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে শহস্রাধিক শিক্ষক-শিক্ষিকা ও সূধী সমাজের লোকজন অংশ গ্রহণ করেন।
প্রতিবাদ সমাবেশে মঠবাড়িয়া উপজেলা শিক্ষক সমিতির আহবায়ক ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অধ্যক্ষ আজীম উল হক, আলমগীর হোসেন খান, প্রধান শিক্ষক রুহুল আমীন, মো. মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, শিক্ষক মোশারফ হোসেন, কাজল দাস, সুমন্ত হালদার, অঞ্জলী রানী, শহিদুল হক, বাসুদেব হালদার, পূজা উদযাপন কমিটির সভাপতি পরিতোষ বেপারী, সাধারণ সম্পাদক পঙ্কজ সাওজাল, হিন্দু-বৈদ্য-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুভাষ মজুমদার, সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ তপন অধিকারী।

উল্লেখ্য-গত রোববার জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রধান শিক্ষক অসীম কুমার বিশ^াস এর ওপর প্রতিবেশী মৃত. রব ফকিরের ছেলে বাবুল ফকির ও তার সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...