ব্রেকিং নিউজ
Home - জাতীয় - কাঁঠালিয়ায় আন্তর্জাতিক অহিংস দিবসে মানববন্ধন

কাঁঠালিয়ায় আন্তর্জাতিক অহিংস দিবসে মানববন্ধন

কাঁঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধি <>
ঝালকাঠির কাঠালিয়ায় ‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য বিষয় আন্তর্জাতিক অহিংস দিবসে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানুষের নৈতিক জাগড়নের লক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা দি-হাঙ্গার প্রজেক্ট, সুশাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে ও পাওয়ার প্রেসার গ্রুপ (পিপিজি) আয়োজনে শহরের উপজেলা পরিষদ কেন্দ্রিয় শহীদ মিনার সড়কে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়
আজ বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে উন্নয়ন সংগঠনের কর্মী সাংবাদিক, শিক্ষার্থীসহ সচেতন জনতা এতে অশং নেয়। মাববন্ধন শেষে সুজন উপজেলা শাখার সভাপতি ও প্রবীন সাংবাদিক অধ্যাপক মো.আবদুল হালিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল বসার বাদশা, সাবেক অধ্যাপক রুস্তুম আলী খান, জেলা পরিষদ সদস্য ও প্রধান শিক্ষক এসএম আমিরুল ইসলাম লিটন, সুজন উপজেলা সাধারন সম্পাদক প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও পিপিজি কো-অডিনেটর ফারুক হোসেন খান, জেলা পরিষদ সদস্য মো. শাখাওয়াত হোসেন অপু, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মিজানুর রহমান সোহাগ, অধ্যক্ষ মো.ওবায়েদুল হক, প্রধান শিক্ষক মো.জলিলুর রহমান, প্রেস ক্লাবের মহিলা সম্পাদিকা ইসরাত জাহান রুমা, যুব মহিলা লীগ নেত্রী নাজমিন সুলতানা তুলি, ও শিক্ষক মো. নাসির উদ্দিন প্রমুখ। সমাবেশে বক্তরা বিশ্বজুড়ে মানুষের সংঘাত বন্ধ করে নৈতিক জাগড়নের আহবান জানান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...