ব্রেকিং নিউজ
Home - জাতীয় - চাকরি নিতে এমপি-মন্ত্রীদের টাকা দিতে হবে কেন? -গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

চাকরি নিতে এমপি-মন্ত্রীদের টাকা দিতে হবে কেন? -গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি >>
শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি নিতে কিংবা গভর্নিং বডির সদস্য হতে স্থানীয় সংসদ সদস্যদের টাকা দিতে হবে কেন, এমন প্রশ্ন করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এডভোটেক শ ম রেজাউল করিম। আজ শুক্রবার পিরোজপুরের নাজিরপুর উপজেলার মন্ত্রীর নিজ গ্রামে বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ প্রশ্ন করেন।
এ সময় তিনি বলেন, সংসদ সদস্যদের দায়িত্ব হল এলাকার উন্নয়নে কাজ করা। বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য করা, ঠিকাদারি কাজ ও টিআর-কাবিখার কাজে কমিশন নেওয়া সাংসদদের কাজ নয়।
মন্ত্রীর নাম ব্যবহার করে কেউ যেন কোন অনৈতিক সুবিধা নিতে না পারে এজন্য সবাইকে সতর্ক থাকার জন্যও বলেন মন্ত্রী। এছাড়া মাদক ব্যবসায়ী, ইভটিজার এবং সন্ত্রাসীদের কোন প্রকার ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ারি দেন তিনি।
এ সময় মুক্তিযোদ্ধাদের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে এদেশ স্বাধীন করেছে। তাই তাদের সম্মান দেখানো আমাদের দায়িত্ব। বর্তমান সরকার প্রত্যেক দুস্থ মুক্তিযোদ্ধাদের জন্য শীঘ্রই মানসম্মত ঘর তৈরি করে দিবে বলেও জানান মন্ত্রী।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম বিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ বণিক, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আকতার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল ইসলাম মুনির এবং ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষাক ও শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...