ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পাথরঘাটায় টর্নেডোতে ৭০০ ঘর বিধ্বস্ত, ট্রলার ডুবে জেলে নিহত

পাথরঘাটায় টর্নেডোতে ৭০০ ঘর বিধ্বস্ত, ট্রলার ডুবে জেলে নিহত

মির্জা খালেদ,পাথরঘাটা >>

বরগুনার পাথরঘাটায় টর্নেডোর আঘাতে ৭০০ ঘর বিধ্বস্ত হয়েছে এর মধ্যে ২০০ বসত ঘর সম্পূর্নরুপে ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রলার ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। বিধ্বস্ত ঘরের মালিকদের সাহায়তা দেয়ার জন্য চূড়ান্ত তালিকা করা হচ্ছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছেন।

পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবীর জানান, ২৮ ফেব্রুয়ারি ভোরে উপজেলার বিভিন্ন গ্রামে টর্নেডোর আঘাতে শত শত বসতবাড়ি, গাছ পালা বিধ্বস্ত হয়েছে। গত সোমবার ও বৃহস্পতিবার দুই দিনে মোট ৭০০ বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২০০ ঘর সম্পূর্ণরুপে বিধ্বস্ত হয়েছে। তারা এখন আশ্রয়হীন অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার মাছ ধরার ট্রলার উল্টে এক জেলে মারা গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দফতর থেকে জানান হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে তাৎক্ষনিক সহায়তা প্রদান করা হচ্ছে। বসতঘর ক্ষতিগ্রস্তদের মধ্যে শুক্রবার ১৬ পরিবারকে ৩২ বান ঢেউটিন ও মেরামত খরচ বাবদ ৯৬ হাজার টাকা আনুষ্ঠানিক ভাবে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবীর। উপজেলা নির্বাহী অফিসার আরো জানান, ক্ষয়ক্ষতির চুড়ান্ত তালিকা করে প্রশাসনকে জানান হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...