ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পাথরঘাটায় দেড় লাখ চিংড়ির পোনা অবমুক্ত

পাথরঘাটায় দেড় লাখ চিংড়ির পোনা অবমুক্ত

পাথরাটা প্রতিনিধি >>

বরগুনার পাথরঘাটার বিষখালী নদী থেকে কোস্টগার্ড অভিযান করে দেড় লাখ চিংড়ির রেণু পোনা জব্দ করে। এসময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিষখালী নদীর মোহনা থেকে এ পোনা জব্দ করা হয়।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির বলেন, কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন সাব-লেফটেন্যান্ট কমান্ডার জহুরুল ইসলামের নেতৃত্বে বিষখালি নদীর মোহনায় অভিযান চালিয়ে দেড় লাখ চিংড়ি মাছের পোনা জব্দ করে কোস্টগার্ড। পরে পোনা মাছ গুলো বিষখালী নদীতে অবমুক্ত করা হয়।

তিনি আরও বলেন, এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকলে ও সকলে সহযোগিতা করলে এসব বন্ধ করা সম্ভব। সাগর ও নদী মোহনা থেকে ওই রেণু পোনা ধরে সাতক্ষীরা এলাকায় মাছের ঘেরে বিক্রি করা হয় বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা।

ছবি > প্রতিকী

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...