ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পাথরঘাটায় ৪ পরীক্ষার্থী ও ২ শিক্ষককে অব্যহতি

পাথরঘাটায় ৪ পরীক্ষার্থী ও ২ শিক্ষককে অব্যহতি

পাথরঘাটা প্রতিনিধি >>

দাখিলের কৃষি বিষয় পরীক্ষায় অসাধুপায় অবলম্বন করায় ৪ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। পাশাপাশি ২ জন দায়িত্বরত শিক্ষককেও দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটা সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরীক্ষার্থীরা হলো, পুঠিমারা-নাচনাপাড়া আলিম মাদরাসার মো. নাইম, মো. ওমর ফারুক ও হাড়িটানা ছালেহিয়া দাখিল মাদরাসার মো. হাচান ও মো. বাকি বিল্লাহ। তাদেরকে পরীক্ষার কক্ষে অসাধুপায় অলবম্বন করায় বহিস্কার করা হয়েছে। এছাড়া ওই কক্ষের কক্ষ পরিদর্শক রায়হানপুর মাদরাসার শিক্ষক মাওলানা আ. আলিম ও তাফালবাড়িয়া দাখিল মাদাসার শিক্ষক মাওলানা মো. মাহবুবুর রহমানকে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির বলেন, ৪ পরীক্ষার্থী অসাধুপায় অবলম্বন করায় বহিস্কার করা হয়েছে। এছাড়া দুই কক্ষ পরিদর্শককেও দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...