ব্রেকিং নিউজ
Home - জাতীয় - ইন্দুরকানির চার স্কুলের দুই হাজার শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরন

ইন্দুরকানির চার স্কুলের দুই হাজার শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরন

পিরোজপুর প্রতিনিধি >>

পিরোজপুরে ইন্দুরকানি উপজেলায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে শতভাগ উপস্থিত হওয়ার লক্ষে এক ছাতা উৎসবের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে ইন্দুরকানী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী সমবায় লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও দ্যা ডেইলী বাংলা স্কাই পত্রিকার সম্পাদক মোঃ আমিনুর রহমান সগীর।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সেলিম খান, সেকান্দার আলী খান, মো. হারেজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা মাহাবুব আলম ফকির, উপজেলা যুবলীগের সভাপতি আ. রাজ্জাক মাতুব্বর, সহ-সভাপতি মো. মেহেদি হাসান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল শিকদার, উত্তম কুমার শীল প্রমুখ।
এ সময় মোঃ আমিনুর রহমান সগীরের ব্যক্তিগত সহায়তায় উপজেলার ইন্দুরকানী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৬৯০টি, ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫১০টি, মধ্য ইন্দুরকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪২০টি এবং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৮০টি ছাতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
বর্ষা মৌসুমে শিক্ষার্থীরা ছাতা পেয়ে বেজায় খুশি। শিক্ষার্থীরা জানায় তারা রোদ-বৃষ্টির মধ্যে নিয়মিত বিদ্যালয়ে আসতে পারবে ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...