ব্রেকিং নিউজ
Home - অপরাধ - নাজিরপুরে ছাত্রদলের দই পক্ষে সংঘর্ষ ! আহত- ৫

নাজিরপুরে ছাত্রদলের দই পক্ষে সংঘর্ষ ! আহত- ৫

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুরের নাজিরপুরে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।
উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক মুহাম্মাদ তাওহীদুল ইসলাম জানান, গত ২দিন আগে সংগঠনের ৬টি স্কুলের কমিটি দেয়ার প্রস্তুতি হয়। এ নিয়ে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা সদরে বসে সংগঠনের সদস্য সচিব হাফিজুর রহমান লায়েক আহ্বায়ক মো.মাজেদুল কবির রাসেলকে লাঞ্চিত করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই দিন সকাল সাড়ে ১১টার দিকে আহ্বায়ক রাসেলের সমর্থকরা সদস্য সচিব লায়েককে উপজেলা সদরের পূবালী ব্যাংকের সামনে বসে বেধম মারধর করে। এর প্রতিবাদে লায়েকের সমর্থকরা আহ্বায়ক রাসেলকে মারধর করতে সাতাকছিমা থেকে এসে উপজেলা সদরে জড়ো হতে থাকলে রাসেলের লোকজন এ খবর পেয়ে হামলা কারীদের উপর পাল্টা হামলা চালায়। হামলায় উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মো. মিজানুর রহমান রিপন, বিএনপিনেতা মো.মিজানুর রহমান খান, উপজেলা ছাত্রদলের মো. ইয়ান সর্দার, তারেক আব্দুল্লাহ বাপ্পি আহত হয়েছে।

এ ব্যাপারে ছাত্রদলের আহ্বায়ক এম মাজেদুল কবির রাসেল মারধরের ঘটনা অস্বীকার করে জানান, সদস্য সচিব লায়েক তার সঙ্গে অশোভন আচরন করায় কয়েকজন কর্মীরা এর প্রতিবাদ করেছে মাত্র। এ ব্যাপারে সদস্য সচিব হাফিজুর রহমান লায়েকে মুঠোফোনে একাধীকবার রিং দিলেও তিনি তা রিসিভ করেন নি। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে সাথে সাথে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...