ব্রেকিং নিউজ
Home - জাতীয় - কাউখালীতে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র উঠান বৈঠক

কাউখালীতে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র উঠান বৈঠক

কাউখালী প্রতিনিধি >>

পিরোজপুরের কাউখালীর নিভৃত পল্লীতে জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গ্রামবাসির সাথে উঠান বৈঠকে অংশ নিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উিপজেলার কেউন্দিয়া গ্রামে পরিবেশ ও বন মন্ত্রী স্থানীয় গ্রামবাসির সাথে এ উঠান বৈঠকে মিলিত হন।
এ সময় মন্ত্রী গ্রামের সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের দু:খ দুর্দশার কথা শোনেন। মন্ত্রী এ বিষয় সম্পর্কে উপস্থিত জনগণকে সরকারের গৃহিত পদক্ষেপের বিষয় অবহিত করেন।
উঠান বৈঠকে কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা নির্বাহী অফিসার লাবনী চাকমা, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটনসহ উপজেলার অন্যান্য চেয়ারম্যান, উপজেলা জেপি’র সভাপতি মাহবুবুর রহমান খান, সাধারণ সম্পাদক শাহআলম নসু, যুব সংহতির আহ্বায়ক জাকির হোসেন নসু প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, ভান্ডারিয়া উপজেলা জেপি’র সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু ছাড়াও আবু সাঈদ মিয়া, দেলোয়ার হোসেন সিকদার, মাহমুদ খান খোকন, সামসুদ্দোহা চাঁদ প্রমুখ। স্থানীয় গ্রামবাসীর মধ্যে আহসান হাবীব মিলন, আব্দুল লতিফ খসরু, মাহমুদুল খালেক সাবুর, হারুন অর রশীদ, রফিকুল ইসলাম পনির, মার্জিয়া আক্তার, কলেজ ছাত্রী মুন্নি আক্তার প্রমুখ মতবিনিময় অংশ নেন।

এর আগে পরিবেশ ও বন মন্ত্রী বিকালে কাউখালী আসপর্দ্দিতে এলজিইডি’র একটি সড়ক নির্মাণ কাজের ভিস্তিপ্রস্তর স্থাপন করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...