ব্রেকিং নিউজ
Home - জাতীয় - হামলা চালিয়ে মামলা দিয়ে যুবলীগকে দাবিয়ে রাখা যাবে না – তাজউদ্দিন আহম্মেদ

হামলা চালিয়ে মামলা দিয়ে যুবলীগকে দাবিয়ে রাখা যাবে না – তাজউদ্দিন আহম্মেদ

মঠবাড়িয়া প্রতিনিধি >>

বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা আ’লীগের সদস্য তাজউদ্দিন আহম্মেদ বলেছেন, হামলা চালিয়ে ও -মামলা দিয়ে যুবলীগকে দাবিয়ে রাখা যাবে না। যুবলীগ যতই বাধা বিপত্তি আসুক প্রতিরোধ করবে। রাজ পথ থেকে যুবলীগ কখনোই পিছু হটবে না। জননেত্রী প্রধানমত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে যুবলীগ নেতাকর্মীদের সর্বদা সতর্ক থাকতে হবে। আগামী ২০১৯ সালের নির্বাচনে আবারও আ’লীগকে ক্ষমতায় এনে দক্ষিনাঞ্চলের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে যুবলীগসহ সকল নেতাকর্মীদের এগিয়ে যেতে হবে।
পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি হত্যা মামলা থেকে জামিন প্রাপ্ত চার যুবলীগ নেতাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষনে কেন্দ্রীয় যুবলীগ নেতা এসব কথা বলেন।
আজ বুধবার সন্ধ্যায় জামিনে মুক্তি পাওয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও বড়মাছুয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মোল্লা, ইউপি সদস্য জুনায়েদ আহমেদ জুয়েল ও যুগ্ম সম্পাদক বাবু শরীফকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপজেলা যুবলীগ সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ এর সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, সংবর্ধিত ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সহ-সভাপতি নাসির উদ্দিন হাওলাদর, ইউপি যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক বাবু শরীফ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মোল্লা, সাবেক পৌর যুবলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম বেলা, ইউপি যুবলীগ সাংগঠনিক সম্পাদক বশির পঞ্চায়েত, পৌর যুবলীগ সভাপতি তৌহিদ মাসুম, উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রামীম আহমেদ, সম্পাদক মন্ডলীর সদস্য ছগির হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুবলীগ সদস্য আলমগীর হোসেন, ইউপি যুবলীগ সভাপতি মাইনুল আহসান, উপজেলা যুবলীগ সদস্য কামরুল তালুকদার, শাহ আলম শিকদার, শিমুল হাওলাদর, ইউনিয়ন যুবলীগ সভাপতি বাচ্চু আকন, পৌর যুবলীগ নেতা রিপন মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফেরদৌস মৃধা, উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল সোহেল, কলেজ ছাত্রলীগ সভাপতি মিজান ফরাজী, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদ সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ রায়হান, সহ-সম্পাদক শামীম সোহেল প্রমূখ।
সভায় বক্তারা পৌর মেয়র ও উপজেলা আ’লীগ সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌসসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...