ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে বিশ্ব পানি দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

পিরোজপুরে বিশ্ব পানি দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

পিরোজপুর প্রতিনিধি >>
“পানি ও বর্জ্য পানি” এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে পালিত হয়েছে বিশ^ পানি দিবস। এ উপলক্ষে পিরোজপুরে সদর উপজেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি ও উদ্দীপন (ওয়াশ কার্যক্রম) যৌথভাবে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকাল ৯:৩০টায় গোপাল কৃষ্ণ টাউন ক্লাব রোডে মানববন্ধন শেষে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সনাক কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। সনাক সহসভাপতি অ্যাড: মোহাম্মদ শহীদুল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জামাল হোসন। বিশেষ অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ: সহকারী প্রকৌশলী জনাব মোঃ রুস্তম আলী। টিআইবি পিরোজপুরের এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত এর সঞ্চালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক সদস্য অধ্যাপক মোঃ রুহুল আমীন। বক্তব্য রাখেন, পিডিএফ নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম পান্না, ডাক দিয়ে যায় সমন্বয়কারী সৈয়দ গোলাম ফারুক, সুপ্র সম্পাদক মঈনুল আহসান মুন্না, উত্তরায়ন যুব সংঘের নির্বাহী পরিচালক মোঃ নিয়াজ ফেরদৌস, উপক পিরোজপুরের নির্বাহী পরিচালক কে.এম ফরিদউদ্দীন, সকলের জন্য কল্যাণের সমন্বয়কারী মোঃ আফজাল হোসেন, রিক প্রতিনিধি- মোঃ ফারুক রহমান, উদ্দীপন ওয়াশ কার্যক্রমের প্রকল্প সুপারভাইজার মোঃ শাকিল আহমেদ, জেলা দুপ্রক সহসভাপতি মোল্ল্যা লিয়াকত আলী ও স্বজন সদস্য মোঃ মহিউদ্দীন আকন্দ প্রমুখ। কর্মসূচীতে বাংলাদেশ মহিলা পরিষদ, ঢাকা আহসানিয়া মিশন, রয়েল বেঙ্গল ফাউন্ডেশন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও ব্র্যাক অংশগ্রহণ করে ।
আলোচনা সভায় বক্তাগণ পিরোজপুরের পয়নিস্কাষন ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, খাল খনন এর সঠিক পরিকল্পনা গ্রহণ, বলেশ^র নদীর বিভিন্ন পয়েন্টে ডেজিং করা, শহরের মধ্যে অবস্থিত পুকুর সংরক্ষণে উদ্যোগ গ্রহণসহ শহরের পানি বিতরণের পাইপ লাইনের সঠিকভাবে রক্ষণাবেক্ষণের বিভিন্ন দাবী তুলে ধরেন

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...