ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় আওয়ামীলীগের বিবদমান দুই পক্ষে উত্তেজনা : শহরে অতিরিক্ত পুলিশ

মঠবাড়িয়ায় আওয়ামীলীগের বিবদমান দুই পক্ষে উত্তেজনা : শহরে অতিরিক্ত পুলিশ

মঠবাড়িয়া প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়ায় যুবলীগ কর্মী লিটন হত্যা মামলার এজাহার ভুক্ত প্রধান আসামী পৌর মেয়র ও উপজেলা আ’লীগ সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌসের আদালতে হাজিরাকে কেন্দ্র করে স্থানীয় আওয়াসীলীগের বিবদমান দুই পক্ষে উত্তেজনা বিরাজ করছে। দুইপক্ষ আবারও বড় ধরনের সংঘর্ষে লিপ্ত হতে পারে এমন আশংকা জনমনে। এ নিয়ে উত্ত্যেজনা বিরাজ করায় পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।
দলীয় সূত্রে জানাযায়, দীর্ঘদিন উচ্চ আদালতের জামিনে থাকা পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস আগামীকাল রবিবার মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে হাজিারা দিতে আসছেন। এতে শত শত নেতাকর্মী তাকে দেখার জন্য প্রত্যন্ত অঞ্চল থেকে কোর্ট চত্তরে ছুটে আসবেন। এমন খবর ছড়িয়ে পড়লে উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ নেতা আশরাফুর রহমানের অনুসারীরা যুবলীগ কর্মী লিটন হত্যা বিচারের দাবিতে লিটন স্মৃতি সংসদিএর ব্যানারে আগামীকাল রবিবার সকালে শহরে মানবন্ধনের কর্মসূচি দেয়। এতে আ’লীগের দু’গ্রুপ মোখোমুখি অবস্থান নেয়ায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
পিরোজপুর জেলা পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন জানান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে প্রশাসনের পক্ষ হতে সকল প্রকার প্রস্তুতি নেওয়া আছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, সকল প্রকার সহিংসতা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশ জিরো টলারেন্স কাজ করবে।
উল্লেখ্য, গত ২৫ জুলাই ২০১৬ মঠবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘষের সময় গুলিতে যুবলীগ নেতা লিটন পন্ডিত নিহত হয়। এঘটনায় নিহতের বড় ভাই জাকির হোসেন পন্ডিত বাদী হয়ে পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌসকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর পৌর মেয়র দীর্ঘদিন ধরে মঠবাড়িয়ায় অনুপস্থিত থাকেন। আগামীকাল রবিবার তিনি ওই মামলায় মঠবাড়িয়া আদালতে হাজিরা দিবেন এমন খবরে বিবদমান পক্ষ মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করে।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...