ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ পল্লী বিদ্যুৎ কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ

মঠবাড়িয়ায় বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ পল্লী বিদ্যুৎ কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ

মঠবাড়িয়া প্রতিনিধি > পিরাজপুরের মঠবাড়িয়ায় পল্লী বিদ্যুৎ সরবরাহে অনিয়ম ও লাগাতার লোডশেডিংয়ের প্রতিবাদে ও রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বুধবার রাতে বিক্ষুব্ধ এলাকাবাসি পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় বিক্ষুব্দ জনতা পল্লী বিদ্যুত কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করে। বুধবার সন্ধ্যায় ইফতার শেষে বিক্ষুব্দ জনতা পৌর শহরে বিদ্যুতের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের বাসস্ট্যা- এলাকায় পল্লী বিদ্যুতের কার্যালয় ঘেরাও করে। এসময় বিক্ষুব্ধ জনতা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সাইন বোর্ড ভেঙ্গে ফেলে কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে মঠবাড়িয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর বিক্ষুব্দ জনতাকে বিদ্যুতের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা মিছিল সহকারে উপজেলা পরিষদের সম্মূখ সড়কে টায়ার জ্বালিয়ে দুই ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে।
এসময় মঠবাড়িয়া-চরখালী সড়কে দুই ঘন্টা ধরে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়।
খবর পেয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
উল্লেখ্য, গত চারমাস ধরে মঠবাড়িয়ায় দিনে ও রাতে বিদ্যুৎ সরবরাহে চরম অব্যবস্থাপনা চলে আসছে। এতে জনজীবনে চরম দুর্ভোগের সৃষ্টি হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...