, ,

মঠবাড়িয়ায় অটোচালক হৃদয় হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় অটোচালক হৃদয় (১৭) হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল তিনটায় মঠবাড়িয়া রিকশা, অটোরিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রিকশা, অটোরিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সগির মল্লিক এই প্রতিবার সমাবেশের আহবান করেন। সভাপতিত্ব করেন রিকশা, অটোরিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আউয়াল হোসেন । এছাড়া স্থানীয় সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সমাজের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

 

প্রতিবাদ মিছিলটি মঠবাড়িয়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে এসে শেষ হয়। এর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অটোচালক হৃদয় হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

উল্লেখ্য গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নের কবুতরখালী গ্রামের আলমগীর হোসেনের ছেলে হৃদয় অটোরিকশা নিয়ে বের হয়, কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন রিসিভ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

 

দুই দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া উপজেলার বহেরাতলা খাল থেকে বস্তাবন্দি অবস্থায় হৃদয়ের লাশ উদ্ধার করে পুলিশ।

 

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা অভিযোগ করেন, নিখোঁজের পর পুলিশ হৃদয়কে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে বহেরাতলা খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আব্দুল হালিম বলেন, “এলাকাবাসীর খবরের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার লাশ শনাক্ত করেছে। ঘটনার তদন্ত চলছে, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।”

 

হৃদয় হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন,

“একজন দরিদ্র পরিবারের অটোচালককে এইভাবে হত্যা করা মানবতাবিরোধী অপরাধ। আমরা এর বিচার চাই, না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

 

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান এই প্রতিবাদ সভা ও বৃক্ষ মিছিলে অংশগ্রহণ ও একাত্মতা প্রকাশ করে বলেন, হৃদয় ছেলেটি চাল কেনার জন্য বাড়ি থেকে বেরিয়ে ছিল। অটো রিক্সা চালিয়ে যে টাকা পাবেন তা দিয়ে বাড়িতে চাল নিয়ে যাবে। কিন্তু তা আর হয়নি, হৃদয়কে হত্যা করেছে দুর্বৃত্তরা। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই হত্যাকাণ্ড সমগ্র সমাজের হৃদয়ে আঘাত করেছে। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই, অতি দ্রুত হৃদয় হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হোক এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। কোনোভাবেই যেন এই নৃশংস হত্যাকাণ্ড ধামাচাপা না পড়ে। আমরা হৃদয়ের পরিবারের পাশে আছি।

 

এই ঘটনায় মঠবাড়িয়া জুড়ে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

About The Author

Leave a Reply