মঠবাড়িয়ায় ‘ভুল অপারেশন’: সৌদি প্রবাসী হাসপাতালের মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা

 

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় আলোচিত সৌদি প্রবাসী হাসপাতালের মালিক মনিরসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মঠবাড়িয়া চৌকিতে মামলাটি দায়ের করেন ভুল সিজারিয়ান অপারেশনে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা আসমা বেগমের ছেলে কলেজছাত্র মো. ফোরকান।

মামলায় হাসপাতালের মালিক মনিরসহ নামীয় তিনজন ও অজ্ঞাতনামা দুই-তিনজন নারী নার্সকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কে দাখিলকৃত দরখাস্তটি এজাহার হিসেবে গ্রহণ করে নিয়মিত মামলা রুজু করার নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী এডভোকেট নিজাম উদ্দিন জাকির সোমবার রাতে সাংবাদিকদের জানান, “ভুল অপারেশনের শিকার আসমা বেগম এখন মৃত্যুপথযাত্রী। তিন মাস ধরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে নিতে পরিবার সর্বস্ব হারিয়েছে।”

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন,আদালতের আদেশের কপি এখনো হাতে পাইনি। কপি পাওয়া মাত্রই প্রক্রিয়া শেষে আসামিদের গ্রেফতারের উদ্যোগ নেওয়া হবে।”

About The Author

Leave a Reply