মঠবাড়িয়ায় এইচআইভি প্রতিরোধে সচেতনতার আহ্বান, ব্লাড ব্যাংকে অভিযান চালানোর ঘোষণা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার

স্টাফ রিপোর্টার: সাম্প্রতিক সময়ে সিরাজগঞ্জ জেলায় দুই শতাধিক রোগীর মধ্যে এইচআইভি (HIV) পজিটিভ শনাক্তের ঘটনা দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। এর পর যশোরসহ বিভিন্ন জেলাতেও আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় জনস্বাস্থ্যের ওপর এক ভয়াবহ হুমকি তৈরি হয়েছে।

এমন পরিস্থিতিতে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম আইডি থেকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / Mathbaria upazila health complex গ্রুপে একটি সতর্কতামূলক স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, “যত্রতত্র গড়ে ওঠা অনেক ব্লাড ব্যাংকে যথাযথ রক্ত স্ক্রিনিং করা হয় না। এসব অনিরীক্ষিত রক্ত অপারেশন ও ট্রমা রোগীদের শরীরে প্রবেশ করছে, যা এইচআইভি সংক্রমণের বড় ঝুঁকি তৈরি করছে।”

তিনি আরও বলেন, “অসচেতন ও অনিরাপদ যৌন মিলন, বিকৃত যৌনাচার এবং অনিরাপদ সুই ব্যবহারের মাধ্যমে মাদক গ্রহণ এই সবই সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ।”

পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনিক ও স্বাস্থ্য বিভাগীয় কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়ে তিনি জানান, “খুব শিগগিরই মঠবাড়িয়ায় অননুমোদিত ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।”

এসময় তিনি মঠবাড়িয়ার সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পেতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। নিরাপদ রক্ত গ্রহণ, নিরাপদ যৌনাচার এবং পরিষ্কার-পরিচ্ছন্ন জীবনধারা বজায় রাখার বিকল্প নেই। সচেতন জনগণের সহযোগিতাই এ সংকট মোকাবেলার মূল শক্তি।”

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্তমানে দেশে এইচআইভি আক্রান্তদের প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে, কারণ অনেকেই পরীক্ষার বাইরে রয়েছেন। সময়মতো সতর্কতা না নিলে এটি একটি জনস্বাস্থ্য বিপর্যয়ে রূপ নিতে পারে।

About The Author

Leave a Reply