এপেক্স ক্লাব অব মঠবাড়িয়ার এজিএম সম্পন্ন : মহসিন প্রেসিডেন্ট, কবির সেক্রেটারি নির্বাচিত

মঠবাড়িয়া প্রতিনিধি: আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশের ১০৫তম শাখা এপেক্স ক্লাব অব মঠবাড়িয়ার বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। শনিবার (২৫ নভেম্বর) সকালে ক্লাবের বিদায়ী প্রেসিডেন্ট এপে. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে প্রধান অতিথি ছিলেন জেলা–৫ এর গভর্নর এপে. হারুন অর রশিদ রিংকু।

এজিএমে ২০২৬ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে এপে. এ. কে. এম. মহসিন উদ্দিন প্রেসিডেন্ট ও এপে. নাজমুল আহসান কবির সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন।

নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. আবদুল্লাহ আল মামুন, ভাইস প্রেসিডেন্ট এপে. সোহেলী সুলতানা, এপে. মো. নাসির উদ্দিন, এপে. ইসমাইল হোসেন হাওলাদার, এপে. শামীমা সুলতানা রোজী, এপে. নাসির উদ্দিন, এপে. মিজানুর রহমান, এপে. ডা. চৌধুরী ফাতিমা কবির ও এপে. সুমি আক্তার।

অনুষ্ঠানে বক্তারা এপেক্স আন্দোলনের মানবকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করার আহ্বান জানান। তারা বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে এপেক্স ক্লাব অব মঠবাড়িয়া সমাজসেবার ক্ষেত্রকে আরও প্রসারিত করবে।

উল্লেখ্য, এপেক্স ক্লাব অব মঠবাড়িয়া দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

About The Author

Leave a Reply