,

মঠবাড়িয়ায় প্রথমবার মাল্টিমিডিয়া প্রযুক্তিতে পিপলস ডায়ালগ: তৃণমূলের সাথে বিএনপির ৩১ দফা নিয়ে নাগরিক সংলাপ

 

মঠবাড়িয়া প্রতিনিধিঃ বাংলাদেশে এই প্রথমবারের মতো পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নে মাল্টিমিডিয়া প্রযুক্তি ব্যবহার করে “বটম টু টপ” পদ্ধতিতে সরাসরি তৃণমূল জনগণের সাথে “নাগরিক প্রত্যাশা ও বিএনপির ৩১ দফা” শীর্ষক অনন্য এক অনুষ্ঠান “পিপলস ডায়ালগ” অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটির উদ্যোক্তা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এ আর মামুন খান জানান, মঠবাড়িয়ার ১১টি ইউনিয়ন ও পৌরসভায় ধারাবাহিকভাবে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

প্রতিটি সংলাপে অরাজনৈতিক ১০০ জন ও রাজনৈতিক ৫০ জন নেতৃস্থানীয় নাগরিককে আমন্ত্রণ জানানো হয়। প্রথমে বিএনপির প্রতি তাদের প্রত্যাশা কী, তা জানানো হয় এবং পরে ৩১ দফার সাথে সেই প্রত্যাশার মিল তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের উন্নয়ন কর্মকান্ড নিয়ে একটি মাল্টিমিডিয়া ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এতে উপস্থিত নাগরিকদের মধ্যে বিএনপির অতীত সাফল্য ও অর্জন সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয়।

বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো৷ এই সংলাপে কোনো স্টেজ ছিল না; অতিথি ও অংশগ্রহণকারীরা একই স্থানে বসে মতবিনিময় করেন। প্রত্যেককে ফোল্ডার, কলম, প্যাড, ৩১ দফা সম্বলিত নথি, স্ন্যাকস ও পানি সরবরাহ করা হয়, যাতে তারা নিজেদের সম্মানিত ও গুরুত্বপূর্ণ মনে করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের কাছ থেকে ফিডব্যাক সংগ্রহ করা হয় এবং আয়োজক এ আর মামুন খান বক্তব্য দিয়ে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো ও মাস্টার ট্রেইনার আরাফাত বিল্লাহ খান।

অংশগ্রহণকারীরা জানান, তাদের সক্রিয় অংশগ্রহণে এই সংলাপ ছিল ব্যতিক্রমধর্মী ও হৃদয়গ্রাহী যা বিএনপির ৩১ দফাকে নতুনভাবে তৃণমূলে ছড়িয়ে দিতে সহায়ক হবে।

About The Author

Leave a Reply