মঠবাড়িয়া প্রতিনিধি: ‘ধানের শীষ’ মার্কায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চুড়ান্ত মনোনয়ন দিয়েছে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে। দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত মোতাবেক স্থানীয় নেতা ও বিএনপি’র সক্রিয় কর্মী রুহুল আমিন দুলাল ২০২৬ সংসদ নির্বাচনে এই আসনের প্রার্থী হিসেবে দলের মনোনয়ন পেয়েছেন। আজ এক বিশেষ সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মনোনয়ন ঘোষণা করেন।
মঠবাড়িয়া ও আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীরা এ ঘোষণার পর আনন্দ ও উৎসাহ প্রকাশ করেছে। অনেক ক্ষেত্রে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও সংগঠনের পুনর্বিন্যাসের মধ্য দিয়ে উঠে আসা রুহুল আমিন দুলালের এই মনোনয়নকে রাজনৈতিক সংস্কার ও সক্রিয় নেতৃত্বের দিকে নির্দেশক হিসেবে দেখছেন স্থানীয় পর্যায়ে।
রুহুল আমিন দুলাল দীর্ঘদিন ধরে মঠবাড়িয়ায় বিএনপি’র সাংগঠনিক কাজ ও গণসংযোগে মেতে রয়েছেন। একাধিক রাজনৈতিক প্রতিকূলতার মধ্য দিয়েও তিনি নিজকে দলের কাজে নিয়োজিত রেখেছেন, যা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে জনপ্রিয়তা তৈরি করেছে।
বিএনপি মনোনয়নপ্রক্রিয়া সম্পর্কে দলীয় সূত্র জানায়, হাইকমান্ড গোটা দেশের মনোনয়নপ্রত্যাশী ও জনপ্রিয়তার ভিত্তিতে বিভিন্ন আসনে প্রার্থী চূড়ান্ত করছে। পিরোজপুর-৩ আসনেও এ প্রক্রিয়ার অংশ হিসেবে রুহুল আমিন দুলালের নাম চূড়ান্ত তালিকায় উঠে এসেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই মনোনয়ন স্থানীয় বিএনপি কর্মীপ্রতি একরূপ ঐক্য ও নেতৃত্ব প্রদর্শনের দিক থেকে গুরুত্বপূর্ণ হবে। ভবিষ্যতে উন্নয়ন, ভোটার-সংযোগ ও দলীয় গতিশীলতা বৃদ্ধির ক্ষেত্রে এটি এক নতুন অধ্যায় হতে পারে।









Leave a Reply
You must be logged in to post a comment.